গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন শ্রমিক লীগের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে,এতে সভাপতি পদে সেতু ফকির ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে আতিক হাসান মন্ডলকে।তাছাড়াও সহ সভাপতি হাবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে তোফাজ্জল হোসেনকে।
১৬ অক্টোবর (সোমবার) শ্রীপুর ভবনে এ কমিটির নাম ঘোষণা করেন শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক শেখ জালাল।
কাওরাইদ ইউনিয়ন শ্রমিক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক হাসান মন্ডল বলেন কাওরাইদ ইউনিয়নে কোন সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা,আমি সবসময় শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাবো, মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী নির্বাচনেও ইকবাল হোসেন সবুজ ভাইকে গাজীপুর তিন আসনের এমপি হিসেবে কাওরাইদ ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
নবনির্বাচিত সভাপতি সেতু ফকির বলেন সামনে নির্বাচন তাই এখন অন্য কিছু চিন্তা করার সময় নাই, মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ ভাইয়ের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাবো।
Leave a Reply