কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
আজ শনিবার ২৭ মে বিকাল ৪টায় কক্সবাজার লালদিঘীপাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হয়েছে- এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আবদুর খালেক, এড: রনজিত দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো আবদু রহিম, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এড: জিয়া উদ্দীন, জেলা প্রেসকাল্পের সভাপতি, আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মজিবুল ইসলাম, যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ, এই সময় কক্সবাজারে কর্মরত বিভিন্ন টিভি ও পিন্ট মিড়িয়ার সিনিয়র সাংবাদিকদ বৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী তাঁর নির্বাচনী ইতসিহারে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিতে পৌরবাসীর প্রতি আহবান জানান- এবং পর্যটন শহর কক্সবাজার পৌরসভাকে আধুনিক স্মার্ট পৌর শহর হিসেবে বদলে দিতে সকল কাউন্সিলর সহ পৌরসভার নাগরিকদের কে সঙ্গে নিয়ে অসাপ্ত কাজগুলো সমাপ্ত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply