সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে বৃহস্পতিবার বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠে চট বিছিয়ে গ্রামের কিছু লোক স্বপ্রণোদিত হয়ে প্রচন্ড রোদের মধ্যে এ নামাজ আদায় করেন। সড়াতৈল জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ মতিউর রহমান সোহেল এ নামাজ পরিচালনা করেন।
মওলানা মোঃ মতিউর রহমান সোহেল জানান, প্রায় ৩ সপ্তাহ ধরে বৃষ্টি নেই। তার উপর চলছে প্রচন্ড দাবদাহ ও ভ্যাবসা গরম ও চরম লোড শেডিং। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। গরমে হাসফাঁপ করছে মানুষ। এর থেকে পরিত্রানের জন্য আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি চেয়ে বিশেষ এই নামাজ পড়ে তারা প্রার্থনা করেন। একই সঙ্গে মানুষকে দুর্নীতি, মিথ্যাচার, ব্যক্তিগত অপরাধ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানান।
ইস্তিস্কার নামাজে অংশ নেওয়া সড়াতৈল গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বাবলা ও মাসুদ রানা জানান, প্রচন্ড গরমে তাদের জীবন দূঃসহ হয়ে উঠেছে। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোড শেডিংয়ে মাঠের ধান সেচ অভাবে পুড়ে যাচ্ছে। মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রচন্ড গরম দাবদহে অসহায় হয়ে পড়েছে তারা। এজন্য নিজেরদের উদ্যোগেই তারা স্কুল মাঠে এই বিশেষ নামাজ আদায়ের ব্যবস্থা নিয়েছেন।
Leave a Reply