সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন’শ গ্রাম গাঁজাসহ মানছুর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করের মডেল থানা পুলিশ।
১৮ মে বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাকে তল্লাশি করে তিন’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। মানছুর উপজেলার ভেংড়ী গ্রামের মৃত আনসব আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মোতাহার হোসেন জানান, মানছুর উপজেলার ভেংড়ী গ্রাম ও তার আশেপাশের এলাকায় বেশকিছু দিন ধরে গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজাসহ নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। থানার উপ-পরিদর্শক মো: জাহিদুল ইসলাম বাদী হয়ে মানছুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছেন।
Leave a Reply