1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় সাইদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিকান্ড ,নিয়ন্ত্রণে ২৪ ইউনিট! - দৈনিক আমার সময়

উত্তরায় সাইদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিকান্ড ,নিয়ন্ত্রণে ২৪ ইউনিট!

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের ১৬ তলা ভবন সাইদ গ্র্যান্ড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের অন্তত দেড়শ’ কর্মীর প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাত একটার পরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, নয় তলায় থাকা রেস্টুরেন্টে থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে। পরে তা ছড়িয়ে পড়ে আরো কয়েকটা ফ্লোরে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমান ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোরশেদ আলম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সাইদ গ্র্যান্ড সেন্টারটি ১৬ তলা বিশিষ্ট। সাত তলা থেকে আগুনের সূত্রপাত। এটি পুরোদমে একটি বাণিজ্যিক ভবন। প্রতিটি ফ্লোরেই বিভিন্ন অফিস এবং বিভিন্ন পণ্যের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। সাত তলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর আগুন ছড়িয়ে আট এবং ৯ তলায় চলে যায়। তিনি জানান, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। আগুনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর বা সহিংস ঘটনা যেন না ঘটে সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে ।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে ছিল না কোন অগ্নি-নির্বাপক ব্যবস্থা। বারবার নোটিশ দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভবনটির কেউ হতাহত না হলেও আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের ২ কর্মী।এদিকে, আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন বেশ কয়েকজন ব্যবসায়ী। জানান, ১৬ তলা ভবনটিতে রেস্টুরেন্ট, জিম, ডায়াগনস্টিক সেন্টার, কর্পোরেট অফিসসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।
3 Attachment

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com