রাজধানী উত্তরার ১৩ নং সেক্টর কল্যাণ সমিতির খেলার মাঠে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১লা ফেব্রুয়ারী ২০২৫ শনিবার বিকাল চারটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম- আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা কারে আয়োজিত দোয়া ও গরীব অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন,৫ আগষ্টের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে বলেছি নুন্যতম সংস্কার করে আপনারা নির্বাচন দিয়ে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেন।
এটা নিয়েও এখন তালবাহানা চলছে। আমরা আর ইলিয়াছ আলীর ও মুন্নার মতো গুম খুন দেখনে চাই না, আমরা ভালোবাসার বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন দখলবাজী দেখতে চাই না। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের সামনে কঠিন সময়, সামনের নির্বাচনে জনগণের ভোট পেতে মানুষের ভালোবাসা অর্জন করেন। আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহপাক যেন সুস্থ করে বাংলাদেশে ফিরে আনে আপনারা দোয়া করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ রাব্বুল আলামীন সুস্থ করে তোলেন আপনারা দোয়া করবেন। আমরা চাই নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হবে। সরকারে থেকে নির্বাচন করাকে এ দেশের জনগণ মেনে নিবে না।
এ সময় আফাজ উদ্দিনের প্রস্তাবিত দাবি দাওয়া বিষয়ে মির্জা ফকরুল ইসলাম বলেন,ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেন। জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে কাজ করার পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম- আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মোঃ আমিনুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, তারেক রহমানের প্রতিটি নির্দেশ সততার সাথে পালন করতে ঢাকা মহানগর উত্তর বিএনপি বদ্ধপরিকর। তিনি আর বলেন উত্তরায় রাজউক কর্তৃক জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত জমির মালিক দের মধ্যে আট/নয় শত অ্যাওয়ার্ড মালিককে এখনো ক্ষতিগ্রস্ত প্লট বরাদ্দ দেয়নি। তাদের নামে অতি দ্রুত প্লট বরাদ্দ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি উত্তরাতে একটি সরকারী
হাসপাতাল ও সরকারী বিশ্ব বিদ্যালয় স্থাপনের দাবি জানান। আফাজ উদ্দিন আরো বলেন, উত্তরার ১৮টি সেক্টর কল্যাণ সমিতির নামে স্থায়ী জমি বরাদ্দ করা খুবই জরুরি।
অনুষ্ঠান শেষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র, শাড়ি ও লুঙ্গি নিজ হাতে বিতরণ করেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
Leave a Reply