1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় আওয়ামী লীগ নেতা হাজী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

উত্তরায় আওয়ামী লীগ নেতা হাজী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  প্রবীণ রাজনীতিবিদ, সমাজ সেবক, গণমাধ্যম বান্ধব, একাধিক সংগঠনের পুরস্কার প্রাপ্ত, উত্তরার আব্দুল্লাহপুরের বাসিন্দা,  রাজনীতি ও সমাজ সেবক হিসেবে সর্ব স্থানে সুমানধন্য ব্যক্তি হিসেবে পরিচিত মুখ ছিলেন হাজী মোঃ জালাল উদ্দিন।
উত্তরা পুর্ব পশ্চিম থানার সীমানা নিয়ে( ১ নং ওয়ার্ড) এলাকায় দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর দিকনির্দেশনায় রাজপথের রাজনীতিতে সবসময় সক্রিয় থেকেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তরের অধিকাংশ নেতৃবৃন্দের সাথে মিলেমিশে মুজিব আদর্শের রাজপথের রাজনীতি করেছিলেন মরহুম হাজী মোঃ জালাল উদ্দিন।
ঢাকা মহানগর উত্তর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাজী মোঃ জালাল উদ্দিন এর মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল করেছেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি, ঢাকা-১৮ আসন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
১৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল-৫ টায় উত্তরার ৩ নং সেক্টরে” উত্তরা ফ্রেন্ড ক্লাব” মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাসানুজ্জামান আকন্দ স্বপন, সিনিয়র সভাপতি-১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদ রানা শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক -১ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ, সভাপতি- উত্তরা পুর্ব থানা আওয়ামী লীগ, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল রহমান,  এডভোকেট মনোয়ার হোসেন চৌধুরী রবিন, সভাপতি – উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ, মোঃ শাহজাহান আলী মন্ডল, সভাপতি- বিমানবন্দর থানা আওয়ামী লীগ, মোঃ সাহিদ আহম্মেদ কাক্কা, সাধারণ সম্পাদক, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ,মোঃ মতিউল হক মতি, সাধারণ সম্পাদক, উত্তরা পুর্ব থানা আওয়ামী লীগ।  মোঃ মাকসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক, বিমানবন্দর থানা আওয়ামী লীগ,এমডি হালিম,সাধারণ সম্পাদক তুরাগ থানা আওয়ামী লীগ, মহসিন সরকার, সাংগঠনিক সম্পাদক, দক্ষিণখান থানা আওয়ামী লীগ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন  মোঃ নাফিজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক -১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মালেক আফসারি, নাজমুল হাসান প্রিন্স, মোঃ মামুনুর রশীদ, মোঃ ইসমাইল হোসেন বাবুল, নুরে আলম মাসুদ, মোঃ শফিকুল বাশার বকুল, সুজিদ বড়ুয়া, ফজলুল হক,  মোঃ আবুল খায়ের ভুলু, রবি শিকদার, রুমি খন্দকার প্রমুখ।
মরহুম হাজী মোঃ জালাল উদ্দিনের ছেলে হাজী মোঃ রেজাউল করিম পাভেল, প্রচার সম্পাদক উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ, তিনি বলেন যারা আমার বাবার মৃত্যুর পর আজকে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন তার জন্য ১ নং ওয়ার্ডের সকলের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার বাবা রাজনীতি করেছেন আপনাদের সঙ্গে ওনি যদি কোন ভুল ট্রুটি করে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাজী জালাল উদ্দীন ছিলেন আমাদের একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী,সে আওয়ামী লীগের রাজনীতিতে উত্তরায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকতো,তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, সে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলো,দোয়া করি আল্লাহ তায়ালা সে সহ যারা মারা গেছে তাদের জান্নাত বাসী করুক।
সবশেষে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম হাজী মোঃ জালাল উদ্দীন সহ এক নং ওয়ার্ড আওয়ামী লীগের যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com