1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ঈদের পর আসছে  তানভীর হাসান এর মধ্যবিত্ত   - দৈনিক আমার সময়

ঈদের পর আসছে  তানভীর হাসান এর মধ্যবিত্ত  

মোস্তাফিজ সুমন, সিনিয়র রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের চালচিত্রকে উপজীব্য করে গড়ে উঠেছে “” মধ্যবিত্ত”” সিনেমার গল্প।
এই গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্র গুলো ফুটিয়ে তুলছেন অভিনয় শিল্পীরা।
গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায়নি “”মধ্যবিত্ত”” সিনেমায়।
এই ছবিতে প্রতিটি শিল্পী যার যার চরিত্রে অভিনয় করে সবাই তৃপ্ত।
মধ্যবিত্ত সিনেমায় অভিনয় করেছেন
এলিনা শাম্মি,  শিশির সরদার, প্রয়াত মাসুম আজিজ, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, জাহিদ ইসলাম, রিয়াজুল রিজু, নবাগতা রুশা, স্বাধীন,  মুকুল জামিল, সাবেরী আলম, আব্দুল্লাহ রানা,মাইশা প্রাপ্তী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক।
মধ্যবিত্ত সিনেমায় মোট ৫ টি গান আছে। গানগুলো গেয়েছেন বেলাল খান, কোনাল, মোহনা নিশাদ,শফি মন্ডল, নোলক বাবু, পলি শারমিন ও পুলক অধিকারী।
সংগীত পরিচালক হিসেবে আছেন রিয়্যাল আশিক, অনিম খান ও মন।
সুর করেছেন – প্লাবন কোরেশী, মাসুদ আহমেদ, তানভীর হাসান, মাহফুজ ইমরান।
গানগুলো লিখেছেন — বাকিউল আলম, বরিউল ইসলাম রবি, কাজী শাহীন ও তানভীর হাসান।
ইমরান আহমেদ এর রূপসজ্জায়
জাহাঙ্গীর রাজ এর চিত্র ধারণে সম্পাদনা করছেন জিতু, নৃত্য পরিচালক মাইকেল বাবু।
আবহ সংগীত.. আতিকুর রহমান আতিক।
মধ্যবিত্ত সিনেমাটির কাহিনী সংলাপ চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভির হাসান। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন  সিনে মিডিয়া।
তানভির হাসানের এটি প্রথম চলচ্চিত্র নির্মাণ। এর আগে তিনি টেলিভিশনে  বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন।
তানভির হাসান দৈনিক আমার সময় কে বলেন আমার এ চলচ্চিত্রটি  সব শ্রেণির দর্শকরা পছন্দ করবে এবং দীর্ঘদিন পর দর্শকরা মন দিয়ে এ ছবিটি দেখবে বলে আমার বিশ্বাস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com