ঐতিহ্যবাহী ঈদগাঁও বাস স্টেশন জামে মসজিদটি নামাজ পড়ার অনুপযোগি হয়ে উঠেছে। মসজিদের তলা অপেক্ষাকৃত নিচু হয়ে যাওয়ায় এবং দীর্ঘদিন প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পার্শ্ববর্তী সড়কের পানি মসজিদের তলায় নেমে আসে। অন্যদিকে সরকারি অনুমোদন প্রাপ্ত ওয়াকফ স্টেট ভুক্ত এ মসজিদটিতে পড়েছে শকুনের থাবা। এ বাস্তবতায় মসজিদটিকে নামাজ পড়ার উপযোগী করে তুলতে কর্তৃপক্ষ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাস স্টেশনের সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়। রাতে আয়োজিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুস ছালাম।
অনুষ্ঠানের শুরুতে মসজিদের মোতাওয়ালী মোঃ সাহাদাত হোসেন উপস্থিত ব্যক্তিবর্গের নিকট ইসির নিবন্ধনপ্রাপ্ত এ ওয়াকফ স্টেটের সার্বিক বিষয়ে তুলে ধরে।
স্থানীয় চিকিৎসক ডাক্তার এহছানুল হকের সঞ্চালনায় এ আয়োজনে মসজিদের উন্নয়ন ও সংস্কারে করণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন খোদাই বাড়ি এ, জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ, জোয়ারিয়ানালা মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা কামাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল ইসলাম, ইসলামাবাদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, সমাজসেবক কামরুল আহসান বাবু, শিল্পপতি রেজাউল করিম সিকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান আজাদ লুতু, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম (রফিক), ব্যবসায়ী রহিম উল্লাহ, নাজিম উদ্দিন প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ, ব্যবসায়ী আমির সোলতান, জয়নাল আবেদীন, হাফেজ আবছার কামাল, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক নাছির উদ্দিন আল নোমান, ব্যবসায়ী নুরুল ইসলাম, রাশেদুল হক রিয়াদ, ইঞ্জিনিয়ার শোয়াইব, কামাল উদ্দিনসহ অনেকে।
এতে মসজিদের উন্নয়নে উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য শীঘ্রই একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
Leave a Reply