1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ঈদগাঁওতে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ - দৈনিক আমার সময়

ঈদগাঁওতে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)
    প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
ঈদগাঁও থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে র্যাব ১৫, কক্সবাজার ।  ১৬ মে রাতে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মসজিদের সামনে চেকপোস্ট স্থাপন করে এ তল্লাশী অভিযান চালানো হয়। তবে
১৭ মে রাতে গণমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।
আটককৃতরা একটি সিএনজি থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করছিল। তাদের দেহ ও বাজারের ব্যাগ তল্লাশী করে উক্ত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার টেকনাফ ইউনিয়নের হাজম পাড়ার মৃত সালেহ আহমদের ছেলে মোঃ জাকির আহমেদ প্রঃ জকির এবং একই এলাকার নুরুল বশরের ছেলে মোঃ ইসমাইল।
আইন শৃঙ্খলা বাহিনী জানায়, জিজ্ঞাসাবাদে আসামী জকির স্বীকার করে যে, সে ফেইসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে  প্রকাশিত আলোচিত ঘটনায় প্রত্যক্ষ্য ভাবে জড়িত ছিল।
 এছাড়া গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মায়ানমারে বন্ধক রেখে পঁচিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।
সিডিএমএস যাচাই করলে দেখা যায়, আটককৃত জকিরের বিরুদ্ধে মাদক ব্যবসায়ে জড়িত থাকার অপরাধে টেকনাফ থানাসহ বিভিন্ন স্থানে ৫টির অধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com