আজ শুক্রবার জুম্মা নামাজের পর, রাজধানীর আদাবরে, বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে ১০০ নং ওয়ার্ড বিএনপি’র ( সাংগঠনিক ) আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে আদাবরের মূলদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সদলবলে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশকে সফল করতে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজি থেকে অসংখ্য নেতাকর্মীরা ঢাকা উদ্যান স্ট্যান্ড, নবোদয় হাউজিং হয়ে শিয়া মসজিদের মোহাম্মদীয়া হাউজিং এ একত্রিত হয়ে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন।
উক্ত সভার সভাপতিত্ব করেন ১০০ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন শিকদার।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবি আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন , যুগ্ম আহ্বায় কামাল হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ অনেকেই ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলাটি অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
উক্ত সভার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে ও ইমামুল হাসান হেলালের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।
Leave a Reply