ঢাকা থেকে বহুল প্রকাশিত দেশের জনপ্রিয় ও প্রথম সারির অর্থ বাণিজ্যের ইংরেজি দৈনিক দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এ,জে, সুজন। একই সাথে তিনি জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকায় কর্মরত আছেন। ০১ মে ২০২৩ তারিখে তার নিয়োগটি কার্যকর হয়। এ,জে, সুজনের ২০১৪ সালে আজকের আলো পত্রিকার মাধ্যম সাংবাদিকতায় হাতেখড়ি হয়। তার পর ২০১৯ সালে জাতীয় দৈনিক আমার সময় পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন, এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন পোর্টালে কাজ করে যাচ্ছেন। এ, জে, সুজন দীর্ঘদিন সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। এ,জে, সুজন বলেন সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশায় যুক্ত হতে হলে তাকে অবশ্যই ন্যায় নীতি ও সাহসি হতে হবে, পাশাপাশি এই পেশায় নির্লোভ হওয়াটা খুবই প্রয়োজন। সমাজ রাষ্ট্র এবং নিপীড়িত মানুষের অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটাই সাংবাদিকতার মূলমন্ত্র।
তিনি তার নতুন অধ্যায়ের জন্য সকল সাংবাদিকসহ প্রশাসন ও সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply