কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফর মেমোরাইজেশনের ৪৩তম পবিত্র হিফজুল কুরআন ও তাফসীর প্রতিযোগিতা গত ২৫ আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় শুরু হয়। বুধবার (৬ সেপ্টেম্বর) মসজিদুল হারামে এশার নামাজের পরে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী শেখ ডক্টর আবদুল্লাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান এবং গ্রান্ড মসজিদের ইমামগন সহ আরোও অনেকে।
আন্তর্জাতিক কুরআন ও তাফসীর প্রতিযোগিতা পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। তবে প্রথম চারটি ক্যাটাগরি OIC ভুক্ত দেশের জন্য প্রযোজ্য। যেমন: ১. শাতেবি পদ্ধতি অর্থাৎ সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ। ২. তাজবিদের সাথে সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ ও একক শব্দগুলোর তাফসির। ৩. তাজবিদের সাথে সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ। ৪. তাজবিদের সাথে ১৫ পারা কুরআন হিফজ এবং ৫. তাজবিদের সাথে পাঁচ পারা কুরআন হিফজ। শেষ বিভাগটি OIC ভুক্ত নয় এমন দেশের জন্য প্রযোজ্য ছিল। গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১১৭টি দেশ অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার পাঁচটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬৬ জন প্রতিযোগী। প্রতিযোগীদের মোট পুরস্কারের পরিমাণ ৪০ লক্ষ সৌদি রিয়াল এবং সম্মাননা পদক।
প্রতিযোগিতার তাজবিদের সাথে সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ফয়সাল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমেদ তৃতীয় স্থান অর্জন করায় তাকে এক লক্ষ আশি হাজার সৌদি রিয়াল এবং সম্মাননা পদক প্রদান করা হয়। প্রতিযোগিতার চতুর্থ ক্যাটাগরি তাজবিদের সাথে ১৫ পারা কুরআন হিফজ। এই ক্যাটাগরিতে কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসের ছাত্র মুশফিকুর রহমান চতুর্থ স্থান অর্জন করেন। বাংলাদেশের মুশফিকুর রহমান চতুর্থ স্থান অর্জন করায় তাকে এক লক্ষ বিশ হাজার সৌদি রিয়াল এবং সম্মাননা পদক প্রদান করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিঃ পক্ষে সম্মাননা পদক তুলে দেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই হাফেজ ফয়সাল আহমেদ এবং মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশী অধিবাসীরা। সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিঃ সহ কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফর মেমোরাইজেশন কর্তৃপক্ষকে।
Leave a Reply