নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গের আয়োজনে আধুনিক বরিশাল নগর বিনির্মানে অগ্রাধিকার ও প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ মে বিকাল বিকাল ৫টায় বগুড়া রোডস্থ ক্রাউন কনভেনশন হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিসি নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্ খোকন সেরনিয়াবাত। প্রধান অতিথি খোকন সেরনিয়াবাত বলেছেন, আমি নির্বাচিত হলে বরিশাল সিটি কর্পোরেশন হবে একটি উম্মুক্ত সিটি কর্পোরেশন। সর্বসাধারণের প্রবেশে কোনো বাধা নিষেধ থাকবে না। তিনি আরো বলেছেন, নগরবাসীর সব প্রত্যাশা পূরণ করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করলে আমি কথা দিচ্ছি জনগণের সেবক হবে আমার সময়ের সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ নুরুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রধান সমন্বয়ক এ্যাড. কে বি এস আহমেদ কবির, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. আনিছ উদ্দিন সহিদ, আ’লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ শেলী, ডা. শাহ আলম তালুকদার, এনায়েত হোসেন শিবলু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু বকর সিদ্দক সোহেল, আজিজ শাহিন ও দোলন দে। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য ফরহাদ বিন আলম জাকির, আন্তর্জাতিক উপ কমিটির সাবেক সদস্য সৈয়দ মনির, বাকসু’র ভিপি মঈন তুষার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply