1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
আটকে গেলো ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের পদযাত্রা - দৈনিক আমার সময়

আটকে গেলো ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের পদযাত্রা

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর রামপুরায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের ভারতীয় হাইকমিশন অভিমুখী প্রতিবাদী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এ পদযাত্রা।

তবে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। পদযাত্রা আটকে গেলে স্মারকলিপি দিতে হাইকমিশন অভিমুখে রওনা করেন নেতৃবৃন্দ। এসময় দলীয় অন্যান্য নেতাকর্মীরা অবস্থান করেন রামপুরা ব্রিজ এলাকায়।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’, ‘সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও নানাবিধ উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com