সমুদ্রে ৬৫ দিন সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এ সময় তিনি বলেন, জাটকা নিধন নিষেধাজ্ঞা সফল হওয়ায়, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় নদী এবং সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।২০ মে থেকে ২৩ জুলাই পর্যশন্ত সাগরে যান্ত্রিক এমনকি ছোট ডিঙ্গি নৌকা দিয়েও মাছ আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বঙ্গোবসাগর ও পার্শবর্তী নদীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো.
বদরুজ্জামান বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিস্ট জেলেদেরকে সরকারি সহযোগিতা প্রদান করা হবে। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য ও বোট মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply