1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দোহারে- সালমান ফজলুর রহমান - দৈনিক আমার সময়

আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দোহারে- সালমান ফজলুর রহমান

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

 

আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

 

গত ২ রা অক্টোবর(সোমবার)দোহারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুপুরে দোহার থানার আয়োজনে দোহার থানার সংস্কারকৃত পুকুর, নবনির্মিত ঘাটলা ও ওয়াকওয়ে উদ্বোধন, সাহেবখালী জয়পাড়া খালের ওপর অবস্থিত ব্রিজ উদ্বোধন, বিলাশপুর ইউনিয়ন পরিষদ এলাকায় 

দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। 

সালমান এফ রহমান বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে তত্বাবধায়ক সরকার একদফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করেছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তে গেছে। তাদের সাথে জনগণ নাই। বিএনপির দাবি এখন ফেসবুক ইউটিউবে সীমাবদ্ধ। আগামী জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনে রাখবেন ফেসবুক ইউটিউবে দাবি জানিয়ে সরকার পতন করা যাবে না।

এমপি বলেন, আজ আমার খুব ভালো লাগছে। আমি নির্বাচনের আগে এখানে এসেছিলাম, তখন এলাকাবাসী নদীর পাড় রক্ষার দাবি করেছিলো। আজ পদ্মার পাড় রক্ষা বাধ হয়েছে, আমি আমার কথা রেখেছি।

সালমান এফ রহমান  আরো বলেন, সারা বাংলাদেশসহ দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যখনই প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চেয়েছি তিনি কোনোদিনও না করেননি। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশা আল্লাহ। 

দিন ব্যাপী কর্মসূচিতে  উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নূরুল হক বেপারি, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন,দোহার  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন খান, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক সুরুজ আলম,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ,বিলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো রাশেদ চৌকদার, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈবুর রহমান তরুন,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, লায়ন্স আব্দুস সালাম চৌধুরী,  বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন নান্নু, মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া সহ আরো অনেকে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com