শুভ বসাক, ময়মনসিংহ :
প্রতিবছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান।’হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’ এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুন্যার্থীরা ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উপলক্ষে চলছে ঘাটের শেষ প্রস্তুতি। বুধবার দুপুরে কাচারি অষ্টমী স্নান ঘাটের কার্যক্রমের পরিস্থিতি পরিশর্দন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব(ভারপ্রাপ্ত) অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ আজাহারুল হক, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী সহ প্রমূখ। জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে ময়মনসিংহ ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে হিন্দু ধর্মাবলম্বী,পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদের পাড়ে আসতে শুরু করবেন।
Leave a Reply