সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে প্রতিনিয়ত বেড়ে চলছে চুরি ছিনতাই ও হতাহতের
ঘটনা ।এরই ধারাবাহিকতায় অদ্য ২ অক্টোবর ২৩ ইং গভীর রাতে ঢাকা মহানগরীর রামপুরা এলাকার আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১) ও তার সহযোগী মোঃ শান্ত মিয়া (৩৫)মোঃ সাইদুল ইসলাম (১৮)মোঃ দুলাল হোসেন (৩৫)রাকিব ইসলাম (২৩)সুমন সরকার (২৭)মিঠুন মিয়া (২৩)মোঃ সাইফুল ইসলাম মুন্না (২৬)মোঃ লিটন মিয়া আকাশ (৩৬)দের কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে কৌশল অবলম্বন করে মোবাইলের মাধ্যমে ফোন করে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে ধৃত আসামিরা পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে আসে।
পরবর্তীতে ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছে। ধৃত আসামিদের কর্মকান্ড র্যাব-৩এর গোয়েন্দা সদস্যদের পূর্বে হতে নজরধারী ও বিচক্ষনতায় থাকায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মোঃ আরিফুর রহমান, পিপিএম সিনিয়র সহকারী পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) র্যাব-৩।
Leave a Reply