1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অপরাধীর পরিবর্তিত কৌশল মোকাবেলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নাই’সিআইডি প্রধান - দৈনিক আমার সময়

অপরাধীর পরিবর্তিত কৌশল মোকাবেলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নাই’সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৩ ইং (বৃহঃস্পতিবার) সিআইডি হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে “Criminal Intelligence Analysis Course” ও “Cyber Intelligence & Investigation Course” এর সমাপনী অনুষ্ঠানে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাসিব আজিজ, অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট, ডিটিএস,সিআইডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল হাসান, এনডিসি, ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) ও শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি), সিআইডি।

প্রধান অতিথি মোহাম্মদ আলী মিয়া এডিশনাল আইজিপি বলেন অপরাধীর পরিবর্তিত কৌশল মোকাবেলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নাই। তিনি বিজ্ঞান ভিত্তিক তদন্তের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারলে অপরাধীরা যতই নতুন নতুন কৌশল গ্রহণ করুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে।

কুরআন তেলাওয়াত এর মাধ্যমে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মাইনুল হাসান,ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো),সিআইডি এবং সিআইডি’র সার্বিক কার্যক্রম, কাঠামো,জনবল ও অর্জন সম্পর্কিত একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ.কে.এম এমরান ভূঞা, বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো ওয়েস্ট ও ফরেনসিক), সিআইডি।

“Criminal Intelligence Analysis Course” টি ৪ সপ্তাহ মেয়াদী এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদ-মর্যাদার মোট ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া “Cyber Intelligence & Investigation Course” কোর্সটি ১২ কার্যদিবস ব্যাপী এবং সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর ও সহকারী পুলিশ সুপার পদ-মর্যাদার ১৯ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই কোর্সে ফেইক ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট, ডিলিট, হ্যাক, ইউজার সনাক্ত, ই-মেইল হিডার, ম্যালওয়্যার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, আইপিটিএসপি নম্বর, আইএসপি লগ ও আইপিডিআর অ্যানালাইসিস-সহ আইপি কল স্পুপিং, লোন অ্যাপস্, অনলাইন বেটিং ও গ্যাম্বলিং, অনলাইন শেয়ারিং প্ল্যাটফর্ম বার্ন সিডি, মোবাইল বেইজ সোস্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃ হাবিবুর রহমান বিপিএম, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ), শেখ নাজমুল আলম বিপিএম(বার), ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ),মোঃ ইমাম হোসেন বিপিএম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) এবং সিআইডি’র অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com