1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সৈয়দ নজরুল ইসলামের দুই নয়ন জাজিরা বাসির উন্নয়ন - দৈনিক আমার সময়

সৈয়দ নজরুল ইসলামের দুই নয়ন জাজিরা বাসির উন্নয়ন

শাহ্ আলম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Oplus_131072
সৈয়দ নজরুল ইসলামের দুই নয়ন
জাজিরা বাসির উন্নয়ন।
দক্ষিন বঙ্গের শরিয়তপুর জেলার কৃতিসন্তান, লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল,  সুদীর্ঘ ২০ বছর  সেনাবাহিনীতে  কর্মরত থেকে  নিজেকে দেশ সেবায়  নিয়োজিত রেখে  এক অনবদ্য  দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দীর্ঘ কর্মময় জীবনে দেশের ক্রান্তিকালে দেশ সেবায় তার ভূমিকা ছিল অকল্পনীয়।
সেনাবাহিনী থেকে অবসরের পর থেকেই তিনি নিজ এলাকা শরিয়তপুরের, জাজিরা ও পালংবাসীর সেবায় নিজেকে সতস্ফুর্ত ভাবে নিয়োজিত রেখেছেন।
প্রাকৃতিক দুর্যোগ সহ সমাজ তথা সমাজের জরাজির্ন মানুষের  যে কোনো  দুঃসময়  পাশে  এসে দাড়িয়েছেন এই সৈয়দ নজরুল ইসলাম রাসেল।
পরিচিতিঃ
সৈয়দ নজরুল ইসলাম রাসেল, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার সম্ভ্রান্ত মুসলিম মোড়ল পরিবারের মরহুম এ কে সফিউদ্দিন আহমেদ (সফি মোড়ল) ও মাতা মমতাজ  দম্পতীর সুযোগ্য সন্তান, তার বাবা সফি মোড়ল একজন খ্যাতিমান শিক্ষক ও সমাজসেবক এবং মমতাময়ী মা, মমতাজ বেগম সমাজসেবা অধিদপ্তরে কর্মরত ছিলেন, তিনিও কর্মময় জীবনে লিরলস পরিশ্রম করে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখেই সেখান থেকে অবসর গ্রহণ করেন।
শিক্ষা জীবনঃ
 শৈশবে তিনি এলাকার মক্তবের মৌলবির কাছে বুনিয়াদি শিক্ষা লাভ করেন এবং প্রাথমিক শিক্ষালয়ে পদার্পণ করেন, সৈয়দ নজরুল ইসলাম, ১৯৯২ সালে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন ও সরকারী বিজ্ঞান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং বাংলাদেশ আর্মি এভিয়েশন স্কুল থেকে কোয়ালিফাইড হেলিকপ্টার ইন্সট্রাক্টর (কিউএইচআই) ডিগ্রি অর্জন করেন।
কর্ম জীবনঃ
১৯৯৮ সালে সেনাবাহিনীতে যোগদানের পর তিনি কমান্ডো এবং হেলিকপ্টার পাইলট প্রশিক্ষণ সম্পন্ন করেন। বিভিন্ন মিশনে সাহসিকতায় তিনি রাষ্ট্রীয় সম্মাননা পিপিএম পদক লাভ করেন। ২০১৮ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম বর্তমানে নাসাস মার্কেটিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। ২০১৮ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও পদ্মা ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি।
লেঃ কর্নেল নজরুল ইসলামের সমাজ সেবায়ও রয়েছে বেশ অবদান। তিনি এলাকায় কর্নেল নজরুল নামে পরিচিত এবং শরীয়তপুরের জাজিরা ও পালং উপজেলায় সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি মাদকবিরোধী আন্দোলন সোসাইটি শরীয়তপুর ও জাজিরা যুবক কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা এবং জাজিরা প্রেসক্লাবের একজন সম্মানিত উপদেষ্টা।এছাড়াও নুরুজ্জামান জামে মসজিদ ও আইডিয়াল কিন্ডারগার্টেন এর সভাপতি।
তিনি নিজ উদ্যোগে নাসাস মার্কেটিং লিঃ, নাসাস অটো রাইস মিল লিঃ এবং নাসাস এভিয়েশন লিঃ প্রতিষ্ঠা করেন।  সৈয়দ নজরুল ইসলাম, আন্তর্জাতিক বৈমানিক প্রশিক্ষণ সংক্রান্ত কাজেও তিনি নিজেকে নিযুক্ত রেখেছেন।
 তিনি স্ত্রী শায়লা সারমিন, এক পুত্র ও এক কন্যা সন্তানদেরকে নিয়ে সুখী সাংসারিক জীবন অতিবাহিত করছেন ।  ছেলে-মেয়েরা  ঢাকা সেনানিবাসে অধ্যয়নরত আছেন।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সৈয়দ নজরুল ইসলাম তার কর্মজীবনের মতোই অবসরকালীন সময়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি জাজিরার গণমানুষের একজন মুখপাত্র হিসেবে সুপরিচিত। জনসেবার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রেখে বাকি জীবন কাটাবেন এবং জাজিরাও পালং এর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে  এ অঞ্চলকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবেন, এটাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com