জুলাই-আগষ্টে ছাত্র আন্দোলনের কথা অপরিহার্য : বাবু গশেশ্বর চন্দ্র রায়।
“রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তরুণদের ভাবনা”— শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভা আজ ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা বাংলাদেশ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ফ্লাই স্কুল-এর আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আয়োজক কমিটির সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেঞ্জন।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন হাজী মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবির,বিএনপি ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সভার পুরো আয়োজন পরিচালনা করেন ফ্লাই স্কুল,ফ্লাই বুক প্রকল্প যা একটি শিক্ষা-ভিত্তিক জাতীয়তাবাদী সামাজিক প্রকল্প।
অনুষ্ঠানে রাষ্ট্র পুনর্গঠন, নতুন প্রজন্মের রাজনৈতিক চিন্তা, এবং ৩১ দফা বাস্তবায়ন নিয়ে প্রতিফলনমূলক আলোচনা করা হয়।
Leave a Reply