1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক সম্রাট শামীম র‍্যাব কর্তৃক গ্রেফতার - দৈনিক আমার সময়

১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক সম্রাট শামীম র‍্যাব কর্তৃক গ্রেফতার

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
গত শুক্রবার ১৩ জানুয়ারী বিকেলে ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৩ বছর যাবৎ পলাতক মোঃ শামীম (৩৭), জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও টেকনাফ সহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করত। সে সুবাদে, গত ০৩/০৩/২০১০ তারিখ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা হতে ৫০ গ্রাম হেরোইনসহ র‌্যাব কর্তৃক গ্রেফতার হয় যার প্রেক্ষিতে ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(খ) ধারায় একটি মাদক মামলা রুজু হয়, যার মামলা নং-১৫(৩)২০১০।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আরও জানায় যে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে উক্ত আসামী দীর্ঘ ১৩ বছর পলাতক ছিলো। ০৬ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে মো: শামীম বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। কখনো রিকশাওয়ালা, কখনো রাজমিস্ত্রী বা হকার ইত্যাদি ছদ্মবেশ ধারণ করে মো: শামীম পূর্বের ন্যায় মূলত নির্বিঘ্নে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছিল।
ইতোমধ্যে, মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামী শামীমকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করলে তার প্রেক্ষিতে পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত শামীম’কে যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং সাজাপ্রাপ্ত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার  ১৩ই জানুয়ারী বিকালে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানাধীন পূর্বাচল এলাকা হতে আসামী মোঃ শামীম (৩৭)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com