1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
স্বাস্থ্যসেবায় পরিবর্তনের জন্য চিকিৎসকদের সার্বিক সহযোগিতা চাইলেন স্বাস্থ্য : মন্ত্রী সামন্ত লাল সেন - দৈনিক আমার সময়

স্বাস্থ্যসেবায় পরিবর্তনের জন্য চিকিৎসকদের সার্বিক সহযোগিতা চাইলেন স্বাস্থ্য : মন্ত্রী সামন্ত লাল সেন

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটি (ওজিএসবি)’র ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩২ তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ১৫-১৭ই ফেব্রুয়ারী, ২০২৪ সীগাল হোটেল, কক্সবাজার এ অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক সম্মেলনে প্রায় ১৭০০ জন গাইনী ও অবস এর বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২৮টি সেশনে ১৯২জন বক্তা প্যানেলিস্টসহ তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা উপস্থাপন করেন। এই বছরের জন্য সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “Striving to Reach SDG in womens Health”। একটি জাতির অগ্রগতি মূলত মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যের উন্নতির উপর নির্ভর করে যা ভবিষ্যৎ প্রজন্যের উন্নয়নের পূর্বশর্ত। তাই মাতৃমৃত্যু শিশু স্বাস্থ্যের ইস্যু সর্বদা সরকারে এজেন্ডার অগ্রভাগে রয়েছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি ভাল এবং আন্তর্জাতিকমানের স্বাস্থ্য খাত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
কানফারেন্সে নবীন ও প্রবীন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞদের নিজস্ব গবেষনার ফল সম্পর্কে প্রবন্ধ পাঠ, পোস্টার পরিবেশনের পাশাপাশি দেশ-বিদেশের অভিজ্ঞ গবেষকদের উচ্চমানের বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মেনোপজ, সিজারিয়ান সেকশনের উচ্চহার কমানোর বিভিন্ন কৌশল ও তার সফল ব্যবহার, গর্ভকালীন (উচ্চরক্তচাপ, পুনঃপুন: গর্ভপাত, প্রসবপূর্ব ও পরবর্তী রক্তক্ষরণ ও তার চিকিৎসা এবং মাতৃমৃত্যু রোধ; মাতৃ সেবার উন্নয়নে মিডওয়াইফদের ভূমিকা ত্বরান্বিতকরণ, গাইনেকোলজিক্যাল ক্যান্সার ও প্রযুক্তির ব্যবহার, গর্ভবস্থায় অতিরিক্ত ওজন ও পুষ্টির অভাবজনিত রক্তশূন্যতা, গর্ভকালীন উচ্চরক্তচাপ, অবসটেট্রিক  আইসিইউ/এইচ ডি ইউ (নিবিড় পরিচর্যা), জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির বিভিন্ন অগ্রগতি ও আধুনিক ব্যবস্থা সমূহ, মুত্রতন্ত্র বিষয়ক সমস্যা, মা ও নবজাতকের বিশেষ জটিলতা, বন্ধ্যাত্ব, নারীর ক্ষমতায়ন, মাঠ পর্যায়ে স্ত্রীরোগ বিষয়ক চিকিৎসা ব্যবস্থা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মহিলাদের নেতৃত্ব, পিসিও, নিজস্ব-যত্ন বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা ও সিদ্ধান্ত হয়। এইচপিভি টীকার মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ ও ২০২৩ সালের শেষ দিকে ৯-১৪ বৎসর বয়সী বালিকাদের জাতীয়ভাবে টীকা দেওয়া বাস্তবায়ন ও এ বিষয়ে ওজিএসবি এ বিভিন্ন ভূমিকা তুলে ধরা হয়।
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান কক্সবাজারের তারকা হোটেল সীগালে ১৫ই ফেব্রুয়ারী সন্ধা ৬টায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ডাঃ সামন্তলাল সেন, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সামন্তলাল সেন বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাইলে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি চিকিৎসকদের জন্য যা করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সেভাবেই ব্যবস্থা নিব।
উপস্থিত সকলের উদ্যেশ্যে তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি কোন রাজনৈতিক নেতা নই, আমি নির্বাচনও করিনি।
কাজে আমি আশা করবো, যে বিশ্বাস নিয়ে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের সকলের সহযোগিতা যেন তা সম্পন্ন করতে পারি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যেখানে যেভাবে কাজ করতে হয় আমার মন্ত্রণালয় তা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মো: আজিজুর রহমান, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; অধ্যাপক এবিএম খুরশীদআলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; সাহান আরা বানু, এনডিসি, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর; অধ্যাপক ডা: মো: টিটু মিয়া, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ফারহানা দেওয়ান, সভাপতি-ওজিএসবি, অধ্যাপক সালমা রউফ মহাসচিব-ওজিএসবি স্বাগত বক্তব্য রাখেন এবং ওজিএসবি-এর কার্যক্রম তুলে দরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com