1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শুধু সংসার নয়, রাজনৈতিক জীবনেও বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন বঙ্গমাতা: মেয়র মুজিবুর রহমান - দৈনিক আমার সময়

শুধু সংসার নয়, রাজনৈতিক জীবনেও বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন বঙ্গমাতা: মেয়র মুজিবুর রহমান

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, মহিয়সী নারী বঙ্গমাতা সবসময় পাশে ছিলেন বলেই জাতির পিতার সাফল্য লাভ সহজ হয়েছে। সংসারে শুধু ছাত্র জীবন নয়, রাজনৈতিক জীবনেও সবসময় বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
মঙ্গলবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ নেতা কাউন্সিলর এম এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র মুজিব আরও বলেন, বঙ্গমাতা শুধু নিজের সংসারই চালাতেন না, হাতে যা টাকা-পয়সা আসতো তাও বঙ্গবন্ধুর রাজনীতির জন্য তাঁকে দিয়ে দিতেন। ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা এবং জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানসহ জাতির বিভিন্ন সন্ধিক্ষণে বঙ্গমাতার ঐতিহাসিক সময়োচিত পদক্ষেপের মাধ্যমে দেশের স্বাধীনতা লাভের বিভিন্ন প্রেক্ষাপটে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
এভাবেই সবসময় জাতির জনকের পাশে থেকে অনুপ্রেরণা যোগাতেন এই মহিয়সী নারী।
এর আগে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব উল হক মুকুল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট তাপস রক্ষিত, কৃষক লীগ নেতা আনিসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, এডভোকেট জিয়াউদ্দিন জিয়া, এডভোকেট নুরুল ইসলাম সায়েম, আহসান সুমন, প্রভাষক রোমেনা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা লীগ সভাপতি মাওলানা নুরুল আলম সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com