1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
র‍্যাব-৩ এর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত - দৈনিক আমার সময়

র‍্যাব-৩ এর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত

আমার সময় অনলাইন
    প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

 র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি সৃষ্টিকাল থেকে দরিদ্র, নিপীড়িত, দুঃস্থ ও গরীব দুঃখী মানুষের বিভিন্ন মানবিক প্রয়োজনে সর্বদা পাশে থেকে জনগনের কল্যাণে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় আর্তমানবতার সেবায় সাধারণ জনগণের সহায়তার লক্ষ্যে র‍্যাব-৩ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মসজিদ, মন্দির ও বিহারে আর্থিক সহায়তা দান, এতিম বাচ্চাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান ও নগদ আর্থিক সহায়তা প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে ও বাসা বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা করে আসছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃকর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিদের জানান আজ ১৭ মার্চ ২০২৪ ইং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে র‍্যাব-৩ এর তত্ত্বাবধানে শাহজাহানপুর ঝিলপাড় ক্যাম্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এপ্রেক্ষিতে দিনব্যপী উক্ত ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণ করেন বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ রোগীগণ। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, বিভিন্ন ধরণের রোগসমূহের পরীক্ষা-নিরীক্ষা ও প্র‍য়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।ভবিষ্যতেও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সাধারণ জনগণের সেবায় মানবিক সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com