1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪ - দৈনিক আমার সময়

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশৈল দ্রুতগতির অবৈধ গরুবাহী ভুটভুটি, অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষ ঘটনাস্থলে এক ও চিকিৎসাধীন অবস্থায় ২ মোট ৩ জন নিহত হয়েছে।
বুধবার (২ আগস্ট) বেলা সাড়ে দশটায় মোহনপুর কেশরহাট পৌরসভার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবার রহমান (৩৫), উপজেলা সদর মোহনপুর এলাকার জাহাঙ্গীর (৪৫), কেশরহাট পৌর সাকোয়া এলাকার আবুল হোসেন (৫৫)। আহত চারজন হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর (৬০),
আনসাবুজ্জামান (৭০), গাঙ্গোপাড়া এলাকার
তৈয়ব আলী (৫০) নওগাঁ জেলার নজিপুর উপজেলার চঞ্চল (২৩)।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, রাজশাহী নওগাঁ মহাসড়কে একটি গরু ভর্তি অবৈধ ভূটভুটি সিটি হাটে আসার সময় অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে হলে ঘটনাস্থলে একজন ও এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com