1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহ-৫ মুক্তাগাছায় নৌকার মনোনয়নে আলোচনায় রেজাউল করিম রেজা - দৈনিক আমার সময়

ময়মনসিংহ-৫ মুক্তাগাছায় নৌকার মনোনয়নে আলোচনায় রেজাউল করিম রেজা

শুভ বসাক 
    প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুক্তাগাছা উপজেলার জনগনের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে প্রতিনিয়ত উঠান বৈঠক, কর্মীসমাবেশ ও মোটারসাইকেল শোভাযাত্রসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবীত করে আলোচনায় এসেছেন ময়মনসিংহের (মুক্তাগাছা)- ৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ রেজাউল করিম রেজা। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট মুক্তাগাছা গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (মুক্তাগাছা)- ৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান তিনি। রেজাউল করিম রেজা সাবেক ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ছিলেন।প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ করেছেন তিনি। কর্মী সমর্থকদের কাছে রেজাউল করিম রেজা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।স্কুল জীবন থেকে রেজাউল করিম রেজা তখন বঙ্গবন্ধুর প্রতি অকৃত্তিম ভালোবাসা আর শ্রদ্ধা থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এবং আনন্দমোহন কলেজের সাবেক ছাত্রলীগের সদস্য ছিলেন।করোনা মহামারি কালীন সময়ে মুক্তাগাছা সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এবং বিভিন্ন সময় মুক্তাগাছায় অসহায় মানুষের পাশে ছিলেন তিনি।তার পিতা হাজী মুহাম্মদ কেরামত আলী ও পরিবারের সকলেই বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে জড়িত এবং পরিবারের তিনজন মুক্তিযোদ্ধা রয়েছে। তার সহধর্মিনী সানজিদা খাতুন স্বর্ণা সদস্য বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
মুক্তাগাছার নৌকার মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রেজা এক সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যদা অর্জন করেছে। সেই সঙ্গে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে তরুণ যুবকদের কাজে লাগাতে চাই এবং একটি স্মার্ট মুক্তাগাছা গড়তে চাই। বিএনপি জোট সরকারের সময় দলের দু:সময়ে মুক্তাগাছা উপজেলা দলের জন্য কাজ করেছি। তিনি আরও জানান- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত হিসেবে তাকেই নেত্রী মনোনীত করবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। তাকে দলের মনোনয়ন দিলে দলের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলেন দাবি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com