1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
‘সচেতনতা-স্বীকৃতি- মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে  দিবসটি উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০২ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং এনডিপি সুরক্ষা ট্রাস্টের সহযোগিতায় ময়মনসিংহ জেলা সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ।এ সময় বক্তারা জানান, ময়মনসিংহ জেলায় অটিজম শিশু/ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৫০৭ জন। ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহ জেলায় ১ লক্ষ ২ হাজার ৮১০ জন প্রতিবন্ধীকে সুবর্ণ কার্ড, ভাতা, ঋণ ও উপবৃত্তিসহ প্রদত্ত সুবিধা প্রদান করা হয়েছে। ১ লক্ষ ১৮ হাজার ৮০৭ জন প্রতিবন্ধীকে মাসিক ৮৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে। নিউ ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মাধ্যমে ৮৩ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে এককালীন মোট ৮ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। বক্তারা আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহ জেলায় ৩ হাজার ৯২১ জন প্রতিবন্ধীকে ৩ কোটি ৬১ লক্ষ ৫৯ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা/কেআর-গীবার ও সফল পিতা-মাতার জন্য জাতীয়ভাবে পুরস্কার প্রদান করা হচ্ছে, যার মূল্যমান হিসাবে ১ লক্ষ টাকা ও একটি সনদ প্রদান করা হয়। মানবিক বিভিন্ন কর্মকান্ডে অসামান্য অবদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মানবকল্যাণ পদক প্রদান করা হয়। ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য ১৬টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিক্ষা, বিনোদন ও অন্যান্য সুবিধা দেওয়া হয়।ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের  উপ-পরিচালক আঃ কাইয়ুমের সভাপতিত্বে ও সরকারি পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিবন্ধী কর্মকর্তা তমালিকা চক্রবর্তী। সফল অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোছাঃ ফোলন সরকারসহ প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন,  সহকারি পরিচালক ফারজানা আনসারি, রেজিস্ট্রেশন অফিসার স্বর্ণা সাহাসহ জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও অটিজম শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com