1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব - দৈনিক আমার সময়

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ নভেম্বর) সকালে নগরীর ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।তিনি বলেন, অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়। সমাজের স্বাভাবিক শিশুদের মতো তাদেরেও খেলাধুলা প্রয়োজন আছে। অধিকাংশ পরিবারেই প্রতিবন্ধীদের বোঝা হিসেবে গণ্য করা হয়। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলায় পিছনে ফেলে রেখে সমাজ এগিয়ে যাবে, তা কখনই সম্ভব নয়।এ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে তাদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় একীভূত করার ওপর জোর দিয়েছেন।
ময়মনসিংহ জেলা ক্রিড়া অফিসার মোঃ আবদুল বারীর সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের সভাপতি মোঃ সফিক উল্লাহ, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান,উৎকলিকার চেয়ারম্যান ফরহাদ হাসান খান। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের অধ্যক্ষ ড. মানস কান্তি সাহা।আলোচনা শেষে ক্রিড়া প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com