1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ভাদাইলে শাহাদাৎ হোসেন হত্যা মামলার প্রধান আসামী আক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ - দৈনিক আমার সময়

ভাদাইলে শাহাদাৎ হোসেন হত্যা মামলার প্রধান আসামী আক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
বৃহস্পতিবার ২৩ নভেম্বর রাতে ঢাকা জেলার আশুলিয়ার ভাদাইল এলাকায় চাঞ্চল্যকর ও পাওনা টাকা চাইতে গিয়ে প্রকাশ্য দিবালোকে শাহাদৎ হোসেন (৩৮) কে হত্যাকাণ্ডের মূলহোতা আক্তার হোসেন (৩৫) কে গ্রেফতার করে র‌্যাব-৪। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র‍্যাব-৪।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম শাহাদৎ হোসেন (৩৮) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্বপাড়া শাহাজাহান মার্কেটের একজন সাধারণ ব্যাবসায়ী। গ্রেফতারকৃত আসামী মোঃ আক্তার হোসেন (৩৫) ভিকটিমের প্রতিবেশী ও একই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে তাদের মাঝে সু-সম্পর্ক গড়ে উঠে। আসামী আক্তার হোসেন ভিকটিমকে ব্যবসার কথা বলে বিভিন্ন সময় মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ধার নেয়। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও গ্রেফতারকৃত আসামী টাকা পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকে যার ফলশ্রুতিতে ভিকটিম শাহাদাৎ হোসেন পাওনা টাকার জন্য আক্তার হোসেন’কে চাপ সৃষ্টি করে। এতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের টাকা পরিশোধ না করে বরং প্রাণনাশের হুমকী প্রদান করে। পরবর্তীতে আসামি আক্তার হোসেন পূর্ব পরিকল্পনা মোতাবেক ভিকটিমের টাকা পরিশোধ করবে বলে ভিকটিমকে ফোন করে বাসা হতে আশুলিয়া থানাধীন ভাদাইল আসতে বললে ভিকটিম সরল বিশ্বাসে তার পাওনা টাকার জন্য বর্ণিত স্থানে পৌঁছামাত্র আসামী আক্তার হোসেনসহ তার সহযোগী আরো ৫/৬ জন মিলে অতর্কিতভাবে লাঠি দিয়ে ভিকটিমকে মারপিট করে ও রড দিয়ে মাথায় আঘাত করলে মাথা গুরুতর রক্তাক্ত জখম হয়। ধৃত আসামী ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com