1. : admin :
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের মৃত্যুতে স্বরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে শহীদ ডাক্তার মিলন হলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই স্বরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজের পরিচালনায় স্বরণসভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ, বিএমএ’র সভাপতি ডা. এফ জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন প্রমূহ।
গত রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহরের কুমারশীল মোড় আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫১ বছর।
দোয়া মাহফিলে মোনাজাত করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন। দোয়া শেষে আমন্ত্রিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এসময় হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি ২০২১ সালের জুন মাসে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) পদে যোগদান করেন। গত ৩১ জানুয়ারি তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়ে এই হাসপাতালের তত্বাবধায়ক পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com