1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বাংলাদেশ দলেও বিশ্বস্ত ওপেনার তৈরি হবে: সাকিব - দৈনিক আমার সময়

বাংলাদেশ দলেও বিশ্বস্ত ওপেনার তৈরি হবে: সাকিব

স্পোর্টস ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

একদিকে তিনি অধিনায়ক, অন্যদিকে বাংলাদেশ দলের ওপেনার। ১৭ বছর ধরে খেলছিলেন তামিম ইকবাল। এই ক্রিকেটার এবার বিশ্বকাপে খেলছেন না। ইনজুরির কারণে বাদ পড়েছেন নাকি খেলতে চাইলেও তাকে বাদ দেওয়া হয়েছে। কোন্টা সঠিক। দেশ জুড়ে সমালোচনা বইছে। এসব নিয়ে নানা সমালোচনায় সাকিব আল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রয়েছেন বিব্রতকর পরিস্থিতিতে। মুখ খুলছেন না বিসিবি সভাপতি। তবে সাকিব আল হাসান একটি টিভি সাক্ষাৎকারে বেশ খোলামেলাভাবে দেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপে ভারতে যাওয়ার আগে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়ে গেছেন আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ দলের ওপেনার তৈরি হবে। এটা সাকিবের বিশ্বাস। ছয় মাস সময় পেলে দুজন ভালো ওপেনার তৈরি করা সম্ভব। সাকিব বলেন,‘বিকল্প কিছু ওপেনার তৈরি করা হলে আজ এই কথা উঠত না। আমি নিশ্চিত করে বলতে পারি যেসব ম্যাচ আছে চাপ নেই, ঐ ধরনের ১২টা ম্যাচ যদি নতুন ওপনোর দিয়ে খেলানো যেত তাহলে ওখান থেকে দুইটা ওপেনার তুলে আনা যেত।’ সাকিবের দাবি দলের মধ্যে ওপেনার সংকট চলছে তার জন্য তামিম ইকবালই দায়ী। যেসব খেলায় চাপ থাকে না সেসব খেলায় তামিমের বদলে বিকল্প ওপেনার খেলিয়ে নতুন ওপেনার রেডি করা যেত।’ সাকিব শুধু তামিমের কথা বলেছেন তা নয়। নিজের উদাহরণও দিয়েছেন তিনি। এখন যেমন ওপেনার এবং নাম্বার সেভেন ব্যাটার সংকট চলছে, এই জায়গায় আমরা কাউকে কখনো কি চেষ্টা করে দেখেছি।’ তিনি বলেন,‘আমরা সিনিয়র কেউ না খেলিয়ে অন্য কাউকে সুযোগ দিলাম না। কাউকে দিয়ে ওপেনিংয়ে কিংবা সাত নম্বর পজিশনে চেষ্টাও করলাম না। তাহলে নতুন আসবে কীভাবে।’ তামিম এবং সাকিব দুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সেই দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগেই। সাকিব যেভাবে সরাসরি চোখেচোখ রেখে বলেন তামিম সেটা বলেন না। দেশের ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতির জন্য নাকি তামিম ইকবালই দায়ী। সাকিব জানিয়েছেন এই বাজে পরিস্থিতির জন্য তামিম দায়ী। সাকিবের দাবি, আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ চলাকালীন অবসরের ঘোষণা দিয়ে দলকে বাজে পরিস্থিতির মধ্যে ফেলেছেন তামিম, যেটা এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ’। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার একজনের ভুলে। সেটা হচ্ছে ক্যাপ্টেন। এক ম্যাচ পরে সরে গিয়ে কীভাবে বলে ইমোশনাললি বলে আমি আর খেলব না। আমার জীবনে আমি এটা দেখিনি। এই প্রথম দেখলাম। আমার ধারণা কোনো দায়িত্ববোধ থাকলে একজন অধিনায়ক এমনটি করতে পারে না। আমার কাছে মনে হয় এ কারণেই বর্তমান দলকে একটা বাজে  পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে। যেটা এখনো রিকভার করতে সময় লাগছে। এটা আমি অনুভব করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com