1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ বরিশাল নগরী এবং সমগ্র বরিশাল জেলায় বিগত মাসগুলোতে সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন ও কমিটির পূর্ববর্তী সভায় গৃহীত নানান সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির উপর আলোকপাত করেন। এ সময় বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখার উপরে আলোকপাত করা হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে যাবতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি আলোচিত হয়। এছাড়াও মহাসড়কে থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, মহাসড়ক ও নগরীর ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নগরীর বিভিন্ন স্থানে উন্মুক্ত পয়নিস্কাশন লাইনের যথাযথ সংস্কার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে বাসসহ অন্যান্য যানবাহন চলাচলের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা, জেলার কারাব্যবস্থা সম্পূর্ণ মাদকমুক্ত রেখে আটককৃতদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কারাগারগুলোকে কার্যকর সংশোধনাগার হিসেবে রূপ দেয়া, প্রতিটি উপজেলায় নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা, অভিবাসন এবং চাকুরির নিয়োগ পরীক্ষাকেন্দ্রিক প্রতারক চক্র নির্মূলের ব্যবস্থা করা, প্রতারণার শিকার ব্যক্তিদের জন্য সব রকমের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, সশরীরে ও অনলাইনে সংঘটিত জুয়া ও অর্থপাচার বন্ধে ব্যবস্থা গ্রহণ করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের সাথে সাথে নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য উপযুক্ত আইনি সহায়তা নিশ্চিত করা, নদ-নদীতে জাটকানিধন প্রতিরোধ ও অবৈধ জালের ব্যবহার বন্ধে চিরুনি অভিযান পরিচালনা করার মতো বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণসহ সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সভায় উত্থাপিত প্রতিটি বিষয়ে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তরকে দিকনির্দেশনা প্রদান করেন এবং নবগঠিত মন্ত্রিসভার অর্পিত দায়িত্বপালনে উপস্থিত সবার কাছ থেকে আন্তরিকতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান আহমেদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, র‌্যাব, নৌ-পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, কারা কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com