1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
"নরসুন্দর বল্লেন শাকিব খান নয় আফরান নিশো এগিয়ে" - দৈনিক আমার সময়

“নরসুন্দর বল্লেন শাকিব খান নয় আফরান নিশো এগিয়ে”

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

 

মহল্লার শীর্ষস্থানীয় একটি সেলুন, সেলুনটির পরিচালনা করছেন ১৪ বছর ধরে সুমন চন্দ্র শীল। সে বাঙালি তবে ধর্মীয় জাতিতে একজন হিন্দু। মেইন রাস্তা থেকে প্রায় হাফ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের একটি আবাসিক মহল্লায় তার প্রতিষ্ঠানের অবস্থান। কিন্তু মাত্র ৩/৪ মাস হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি প্রায় এই রনসুন্দর সুমন চন্দ্র শীলের কাছেই চুলা ছাঁটাই। তার সঙ্গে তার ছোট ভাইও কাজ করে অর্থাৎ দুভাই বেশ আনন্দ মনে দীর্ঘ দিন ধরে কাজ করেই যাচ্ছেন।মজার বিষয় হলো সে প্রচন্ড সিনেমা, নাটক প্রেমি মানুষ। চুল দাঁড়ি ছাটাছাটির মধ্যে সুযোগ পেলেই নাটক/ সিনেমা দেখতে বসে যায়। কখনো কখনো সিনেমা দেখে সে কেঁদে দেয়। আজকের লেখনিতে সব ভাবনাকে পিছনে ফেলে মানবতার প্রেমে উদ্বুদ্ধ হয়ে সরাসরি সাক্ষাৎকার নিলাম নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের একজন নাপিতের( নরসুন্দর)। আমরা সাধারণত স্টার, সুপারস্টার, মেঘাষ্টার অথবা জিবনে যারা সফল হয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়ে থাকি কিন্তু আজ আমি কথা বলেছি একজন অতিসাধারণ নাপিতের( নরসুন্দর) সঙ্গে। আমি তাকে যে প্রশ্ন ই করেছি সে একজন শিক্ষিত সচেতন ব্যাক্তির মত উত্তর দিয়েছেন।
আলাপচারিতার মধ্যে আমাদের দুজনার কথোপকথন নিন্মে বিস্তারিত।
প্রশ্ন: সারাদিন মানুষের চুল দাড়ি কামিয়ে কি সিনেমা নাটক দেখার সময় পান।
সুমন চন্দ্র শীল: কি বলেন স্যার? কাজের ফাঁকে ফাঁকে দেখি তাছাড়া সময় হলে মাসে ২/১ সিনেমা হলে গিয়ে দেখা হয়।
প্রশ্ন: আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা মাসুদ রানা এম আর নাইন দেখছেন।
সুমন চন্দ্র শীল: না শুনেছি এটা নাকি আমেরিকার সঙ্গে মিইল্লামিইশা বানাইছে, ইচ্ছা করছে দেখতে কিন্তু মন টানতাছেনা।

প্রশ্ন: ইদে এ বছর বাংলাদেশে পাঁচটি ছবি মুক্তি পায়। কিন্তু তার মধ্যে শেষমেশ বক্স অফিসে মুখোমুখি ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’। আসল লড়াইটা কি শাকিব বনাম নিশোর?
সুমন চন্দ্র শীল: দুটো সিনেমাই দশক প্রিয়তা পেয়েছে তবে নতুন হিসাবে শাকিব খানের চেয়ে নিশো অনেক এগিয়ে আছে
প্রশ্ন: নর সুন্দরের কাজ কত দিন ধরে করছেন।
সুমন চন্দ্র শীল: সেলুনে ১৪ বছর ধরে কাজ করছি।
প্রশ্ন: শাকিব খান প্রতিষ্ঠিত তারকা। তার তরফে শুধু প্রতিদ্বন্দ্বিতাই করছেন কিন্তু নতুনদের সুযোগ দেয়নি খুব একটা।
সুমন চন্দ্র শীল: সে কৃপন টাইপের তাই অন্যদের সুযোগ দিতে অভাস্ত নয় তার পুরাতন তারকার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিৎ
প্রশ্ন: আপনাকে সিনেমার নায়ক করবো আপনি করবেন।
সুমন চন্দ্র শীল: সিনেমায় কাজ করার কোন স্বপ্ন দেখিনা তবে জিবন যুদ্ধে আমি একজন নায়ক।
প্রশ্ন: বাংলাদেশের বহু তারকার জীবনযাপন কলকাতার তারকাদের তুলনায় বিলাসবহুল। আপনি এব্যাপারে কি বলবেন।
সুমন চন্দ্র শীল:কলকাতার মানুষ একটু কিপট্টা টাইপের আর বাংলাদেশের মানুষ অনেক উদার আর খোলা মনের তাই
প্রশ্ন: আচ্ছা, আপনি কি নিয়ম ভাঙতে ভালবাসেন?
সুমন চন্দ্র শীল:নিয়মের পক্ষের মানুষ আমি, নিয়ম ভাঙার পক্ষে আমি নাই স্যার
প্রশ্ন: বাংলাদেশের হলে ঢুকলেই একটা চিৎকার শোনা যাচ্ছে— ‘সুমন ভাইয়া’!
সুমন চন্দ্র শীল: এটা বলার মত না এটা খুবই ফিলিংস।
প্রশ্ন: লোকে বলে বাংলাদেশের সুপারস্টার এক জনই— শাকিব খান। আপনার কী মত?
সুমন চন্দ্র শীল: সবার লগে আমিও একমত আর যদি মরা নায়কের নাম বলি তাহলে সালমান শাহ্ আর স্বপ্নের নায়কের কথা বললে বলবো আমার বাবা।
প্রশ্ন: আপনি অলরেডি সিনেমার নায়ক, তাহলে কোন নায়িকার সঙ্গে কাজ করবেন?
সুমন চন্দ্র শীল: মৌসুমী, কারন সে একজন দক্ষ অভিনেত্রী এবং তার অনেক সুনাম আছে।
প্রশ্ন: আপনি অভিনেতা নাকি নায়ক হতে চান?
সুমন চন্দ্র শীল: কোনটাই না কারন পেটের চিন্তায় এসব ভালো লাগেনা তবে আমি একজন অভিনেতা হতে পছন্দ করি।
প্রশ্ন: বাংলাদেশের কোন শিল্পীদের কাজ আপনি দেখেন কিংবা পছন্দ করেন?
সুমন চন্দ্র শীল: মোশাররফ করিম, সে সব দিক থেকে পারফেক্ট। সে একজন সফল অভিনেতা। ব্যাটারে যে চরিত্র দেওয়া হয়, সেটাই ফুটিয়ে তোলেন।
প্রশ্ন: শাকিব খান সম্পর্কে ভালো কিছু বলুন সুমন চন্দ্র শীল:সে সুপারষ্টার, বাংলাদেশ চলচ্চিত্রের সম্পদ, উজ্জ্বল নক্ষত্র।
প্রশ্ন: শাকিব খান সম্পর্কে খারাপ কিছু বলুন
সুমন চন্দ্র শীল: আমি বলতে পারবোনা, শাকিব খান খারাপ নয়। আর বিয়ের বিষয়টা তার ব্যক্তিগত।
প্রশ্ন: পরিমনি, দিঘী দুজন ই যদি আপনাকে বিয়ে করতে চায় ! আপনি কাকে গ্রহন করবেন এবং কেন।
সুমন চন্দ্র শীল: আমি দিঘীকেই করবো , দিঘী একজন নতুন মানুষ এবং বর্তমানে সে ভাল অভিনেত্রী। তাছাড়া দেখতোও ভালো
প্রশ্ন: জায়েদ খান আর হিরো আলম এনাদের সম্পর্কে কিছু বলুন।
সুমন চন্দ্র শীল: একজন একেবারে অশিক্ষিত কিছুই জানেনা সে এসেই হীরো হয়ে গিয়েছে। জায়েদ খান শিক্ষিত হয়েও একই পথে হাঁটছে বিষয়টা দুঃখজনক
প্রশ্ন: আপনার ভালোলাগার সবচেয়ে প্রিয় কিছু নাটকের নাম বলুন
সুমন চন্দ্র শীল: ভবের হাট, কোথাও কেউ নেই,
প্রশ্ন: আপনি নাটক নাকি ফিল্ম দেখতে ভালো লাগে।
সুমন চন্দ্র শীল: আমার দুটো দেখতেই ভালো লাগে তবে নাটকটা একটু বেশি ভাল লাগা কাজ করে
প্রশ্ন: কমেডি নাটক কেন দেখেন।
সুমন চন্দ্র শীল: মনটা ফুরফুরা হয়, তাই কমেডি নাটক দেখি।
প্রশ্ন: আপনাকে বলা হলো, আপনি মন্ত্রী। কোন মন্ত্রী পদ নিবেন
সুমন চন্দ্র শীল: কৃষিমন্ত্রী , আমি কৃষকের মন্ত্রী হলে কৃষক উপকৃত হবে।
প্রশ্ন: আপনি কৃষি মন্ত্রী দুটো কাজ করার সুযোগ পাবেন বলুন কাজ দুটো কি।
সুমন চন্দ্র শীল: ১. পন্যদবের দাম কমিয়ে দিবো
২. এক ইঞ্চি ও খালি রাখবো না, বাধ্যতামূলক চাষ করতে হবে
প্রশ্ন: আপনি একজন নরসুন্দর কিন্তু সবাই নাপিত বলে এই কথাটা আপনার কি মন খারাপ হয়।
সুমন চন্দ্র শীল: খুবই খারাপ লাগে, আমি একজন নরসুন্দর আমী একজন কাটিংম্যান, আমি মানুষ কে সুন্দর করি অর্থাৎ আমি সুন্দরের পূজারি অথচ আমাকে যারা নাপিত বলে তাদের মুখে থুথু মারি।
প্রশ্ন: নাপিতটা কেন বলে।
উত্তর:নর সুন্দর কে সামথিং ছোট করে বলে নাপিত, নাপিত প্রাচিন ভাষা।
উপরোক্ত আলোচনায় পরিস্কার যে আমাদের সাধারণ দর্শকের রুচীর পরিবর্তন ঘটেছে। এখনকার দর্শক সিনেমা নাটক বুঝেন। সুতারং আমাদের গল্প মেকিংয়ের দিক নজর দিতে হবে। আজকাল নাপিত কৃষক শিক্ষিত অশিক্ষিত সবাই ভাল সিনেমা ভালো নাটক এর অর্থ বুঝে। কারন অনলাইনের সুবিধার্থে নেটফ্লিক্স, হৈচৈ, চরকির মত ওটিটিও তারা দেখছেন অতএব গল্প, মেকিং ভাল না হলে সে সিনেমা কিংবা নাটক থুবড়ে পড়বে।

 

 

-রানা বর্তমান
সাহিত্যিক ও নির্মাতা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com