1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
দোহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত  - দৈনিক আমার সময়

দোহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
ঢাকার দোহারে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।’ এ শ্লোগান কে সামনে রেখে  বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৫ মার্চ( শুক্রবার)  সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সভা কক্ষে এ দিবসটির আলোচনা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন   ভোক্তা অধিকার সম্পর্কে বিভিন্ন বিষয়ে  আলোচনা করেন। কৃষি বিপণন অধিদপ্তরের প্রকাশিত নিত্য প্রয়োজনীয় কৃষি পন্যের খুচরা মূল্য তালিকা প্রকাশ করেন।

এর মধ্যে মুগ ডাল ১৬৬ টাকা, মাসকালাই ১৬৭,ছোলা ৯৯টাকা,মসুরডাল (উন্নত) ১৩১ টাকা, মসুর ডাল ( মোটা) ১০৬ টাকা, খেসারিডাল ৯৩ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৬৫ টাকা, ছাগলের মাংস ১০০৪ টাকা, ব্রয়লার মুরগী ১৭৬ টাকা, সোনালী মুরগী ২৬৩ টাকা,ডিম প্রতি পিস ১১ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৬ টাকা,দেশি রসুন প্রতি কেজি ১২১ টাকা,আদা আমদানিকৃত ১৮১ টাকা,শুকনো মরিচ প্রতি কেজি ৩২৮ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬১ টাকা,বেগুন প্রতি কেজি ৫০ টাকা, সিম প্রতি কেজি ৪৯ টাকা, আলু কেজি প্রতি ২৯ টাকা করে বিক্রির কথা তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এম এ  খালেক,ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দীন আহমেদ, জয়পাড়া পূর্ব বাজার সমিতির সভাপতি মো: মানিক, স্কাউট  জয়পাড়া বাজারের ব্যবসায়ী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com