1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
দুবাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন - দৈনিক আমার সময়

দুবাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 
কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তারা, দুবাই ও উত্তর আমিরাতের বাঙালি কমিউনিটির নেতারাসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন । এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনান  কনস্যুলেটের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল এবং  প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। এরপর দিবসটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় । পরে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির হৃদয়ে লালিত হাজার বছরের শোষণমুক্তির স্বপ্ন বাস্তবায়নকারী মহামানব। তিনি বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের উন্নয়ন ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com