1. : admin :
টেলিটক ও বাংলালিংকের জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল চালু - দৈনিক আমার সময়

টেলিটক ও বাংলালিংকের জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল চালু

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

ন্যাশনাল রোমিং যুগে প্রবেশের মাধ্যমে ডিজিটাল সংযুক্তি সম্প্রসারণে আরও একটি মাইলফলক স্থাপন করলো বাংলাদেশ। টেলিটক এবং বাংলালিংক দেশে প্রথমবারের মতো জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল চালু করেছে। এ ব্যবস্থায় টেলিটক ও বাংলালিংকের  গ্রাহকরা কোনো জায়গায় তাদের ব্যবহৃত নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকলে, সেখানে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তারা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় নিরবচ্ছিন্ন সেবার সুযোগ পাবেন। এ ব্যবস্থার সীমিত পর্যায়ের ফিল্ড ট্রায়াল উদ্বোধন হলো বুধবার। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার  সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও বাংলালিংকের সিইও এরিক অস বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল উদ্বোধনকে ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাতীয় জীবনে ডিজিটাল সংযুক্তির সম্প্রসারণে আরও একটি নতুন মাইলফলক স্থাপন করলো বাংলাদেশ।’ টেলিটক ও বাংলালিংকের মধ্যে এই কৌশলগত অংশীদারিত্ব দেশব্যাপী টেলিটক ও বাংলালিংক গ্রাহকদের মোবাইল সংযোগের পরিসর বৃদ্ধি করার পাশাপাশি অপারেটর দুটির মধ্যে অবকাঠামো শেয়ারিংয়ে ভূমিকা রাখবে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পর সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ভারত, থাইল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি ও দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর ২২টি দেশে ন্যাশনাল রোমিং চালু রয়েছে। এটি গ্রাহক এবং অপারেটরের জন্য অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। ডাক ও টেলিযোগাযোগ সচিব অধিকতর স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হিসেবে ন্যাশনাল রোমিং ব্যবস্থার জন্য ন্যাশনাল রোমিং পলিসি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘২২টি দেশের বিদ্যমান ন্যাশনাল রোমিং পলিসি পর্যালোচনার আলোকে বিশেষজ্ঞদের নিয়ে একটি পলিসি প্রণয়ন করতে আমরা কাজ করবো।’ বিটিআরসির চেয়ারম্যান ন্যাশনাল রোমিংয়ের বিষয়ে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এটিকে কার্যকরভাবে এগিয়ে নিয়ে গ্রাহকবান্ধব সেবায় রূপান্তরে বিটিআরসি নিরলসভাবে কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘এই ফিল্ড ট্রায়ালের সফল বাস্তবায়ন শুধু আমাদের সেবাগুলো উন্নত করবে না, বরং ভবিষ্যতে বিভিন্ন খাতের মধ্যে অংশীদারিত্ব ও নানা ধরনের সুযোগের পথ প্রশস্ত করবে।’ বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আগে ন্যাশনাল রোমিং চালু হওয়ায় যুদ্ধের ভয়াবহতার সময় তা গ্রাহকদের নেটওয়ার্ক সচল রাখার ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা রাখছে।’ তিনি বলেন, ‘‘বাংলাদেশে এই ধরনের প্রথম উদ্যোগ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।’’ বঙ্গবন্ধুর বাণী সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন এর আগে টেলিযোগাযোগমন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির উদ্যোগে কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com