1. : admin :
জামালগঞ্জ সবজী চাষ বিষয়ক প্রশিক্ষণ - দৈনিক আমার সময়

জামালগঞ্জ সবজী চাষ বিষয়ক প্রশিক্ষণ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনোও দরিদ্র থাকতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে সবজী চাষ বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি  মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউসি সাইফ উল্লাহ , উদ্ভোধক জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত জামালগঞ্জে কৃষি সহকারী অফিসার নিলয় কান্তি কর। বক্তব্য রাখেন, শাহপুর গ্রাম উন্নয়ন দলের সহ সভাপতি ও নারীনেত্রী শাহীনা  আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভিডিটি কমিটির সহ সভাপতি অয়াজকুরুনী, সদস্য ইয়াসমিন, পারভীন, বিলকিস, শেওলা, রোমা, উজ্জীবক হায়দার প্রমূখ। প্রশিক্ষক নিলয় কান্তি কর বলেন, সবজী চাষে শুধু পুষ্টির চাহিদা পুরণ হয় না, অর্থনৈতিক উন্নয়ন সহ কর্ম সংস্থান সৃষ্টি হয়। এর মাঝে উল্লেখ যোগ্য হল, প্লট, মাজা, জৈব সার প্রক্রিয়া, বর্ষাকালীন সবজী, ভাসমান সবজী চাষ ইত্যাদি। নারী নেত্রী শাহীনা  বলেন “ এই প্রশিক্ষণের ফলে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের বেকার নারীদের কাজের সুযোগ তৈরি হবে,বেকারত্ব কমে যাবে । পরিবারে নারীদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com