1. : admin :
‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ - দৈনিক আমার সময়

‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

শনিবার ২ ডিসেম্বর সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’। বিকেল পর্যন্ত চলে এই উৎসব। প্রায় এক দশক আগে কিংবদন্তী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠে এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃৃত পরিসর পায় ২০২২ সালে। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১ ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেওয়া হয়। সেই সাথে ডিসেম্বরের প্রথম শুক্রবার জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করা হয়। গেল বছর বিরাট আয়োজনে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’ এর কনসার্ট অনুষ্ঠিত হয় রাজধানীর আর্মি স্টেডিয়ামে। দেশ সেরা সমস্ত ব্যান্ড যোগ দেয় সেই উৎসবে। তবে এ বছর নির্বাচনী কার্যকলাপের কারণে সেটি বিস্তৃৃত পরিসরে না হলেও শনিবার (২ ডিসেম্বর) চ্যানেল আই চত্বরে হচ্ছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’ পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স অনুষ্ঠত হয়।

এবারের আসরে পারফর্ম করেছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, বø্যাক, ম্যাকানিক, মেহরীন, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র এবং ব্যান্ড তরুণ। এ উৎসবে আরো পারর্ফম করেছেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ৭তম আসরের শিল্পীরা। ব্যান্ড ফেস্ট’র প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আই সরাসরি উৎসবটি সম্প্রচার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com