1. : admin :
চিত্র নায়ক শাকিব খান আর বিখ্যাত চিত্র পরিচালক এফ আই মানিক একই চরিত্রের - দৈনিক আমার সময়

চিত্র নায়ক শাকিব খান আর বিখ্যাত চিত্র পরিচালক এফ আই মানিক একই চরিত্রের

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

 

-রানা বর্তমান
সাহিত্যিক ও নির্মাতা

দুপুরের লান্স করেই চিন্তায় পড়ে গেলাম বিকেলের আড্ডাটা কোথায় দিবো! চিন্তা করার সঙ্গে সঙ্গে টিএসসি/ শিল্পকলা/ নিকেতন এর কথা মাথায় চলে এলো।আজ নিকেতনপাড়ায় আড্ডা দেওয়া যেতে পারে তাই ফোন করলাম সাউন্ড ইঞ্জিনিয়ার আরিফ ভাইকে, বললো রানা ভাই আমি লাইভ রেকডিং এ আছি এটা শেষ করে মিরপুর যাবো অর্থাৎ আপনার সঙ্গে আজ আড্ডা হচ্ছে না। তৎক্ষণাৎ ফোন করলাম ফটোগ্রাফার বান্ধবী মিলাকে ওবল্লো উড়ে উড়ে চলে আয় তবে বিড়ি নিয়ে আসিস তারপর ফোন করলাম ল্যান্ড ব্যাবসায়ি বন্ধু তুরাগকে সঙ্গে সরকারী চাকুরীজিবি বন্ধু আরমানকে বেশ সবাই নিদৃষ্ট সময় সন্ধ্যায় হাজির হওয়ার কথা পাক্কা করলো, আমি বেরিয়ে পরলাম নিকেতনের উদ্দেশ্যে নিজের প্রাইভেট কার ছিলো অবশ্য সেটা পাঠাও খাটতো কিন্তু এখন একটা কারতো দুরের কথা একটা বাইসাইকেল পর্যন্ত নাই। তাই রিক্সা কিংবা চক্রাকার বাসে চড়েই পৌছাতে হবে। তাইই করলাম রিকশা নিয়ে পৌঁছালাম নিকেতন পাড়ায়। একপ্যাকেট রয়েল সিগারেট নিলাম কারন মিলা লতাপাতারমত সিগারেট খায় আর কোন নিদৃষ্ট বান্ড তার নেই। মিলার সাথে প্রথম দেখা করে বেশ আড্ডা দিয়ে মনে পড়েগেল আমাদের নির্মাতাদের আইডি কার্ডের কথা তাই সন্ধ্যা হওয়ার আগেই আইডি কার্ডটি সংগ্রহ করে রাখি ভেবে চলে এলাম ডিরেক্টরস গিল্ডের অফিসে। এসেতো রীতিমতো আবুল হওয়ারমত। এসে দেখলাম অফিসে কাকপক্ষীও নেই। বিষয়টা খটকা লাগলো কিছুদিন আগে অফিসিয়াল নোটিশ পেলাম যে, অফিসে সদস্যদের সুবিধার্থে নির্বাচিত পরিষদের কেউনাকেউ থাকবে বাহ্ শুনেপড়ে ভালোই লাগছিলো কিন্তু বাস্তবতা ভিন্ন। এরআগে কাউকে না পেলেও নয়ন থাকতো কিন্তু আজ কেউ নেই। হয়তোবা কোননাকোন কারনে কাউকেই পেলাম না, এটা হতেই পারে তাই মন খারাপ করে নিচে নেমে পাশের চায়ের দোকানে চা খেতে। যেতেই দেশসেরা চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক ভাইকে দেখতে পেলাম। আমাকে দেখে যে মানিক ভাইয়া আনন্দিত তা তাহার চেহারায় ফুটে উঠেছিল। কাছে যেতেই মানিক ভাই চায়ের অর্ডার সঙ্গে একবোতল ঠান্ডা মিনারেল ওয়াটার। চা শেষ হতে না হতেই মানিক ভাইয়া বল্লো রানা ভাই আপনি ব্যান্সন রাইট? আমি বললাম না, আমি ইদানিং লাকি টানছি । বলার সঙ্গে সঙ্গে অন্য দোকান থেকে নিজের পকেট থেকে সিগারেট কিনে নিয়ে আসলো। এরমধ্যে হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হলো তখন রেষ্টুডেন্টের ভিতর গিয়ে বসলাম। তারপর আমার কাজের খবর সঙ্গে শাকিব খানকে নিয়ে কিছুক্ষন আলোচনা। আজকের সব বিল মানিক ভাই দিলেন। আমাকে দেওয়ার সুযোগ ই দিলেন না অবশ্য আমি জোড় করে দিলে দিতে পারতাম কিন্তু খেয়াল করলাম এই বিলটা ভাই দিলে অন্যরকম একটা শান্তি পাবেন। আমি বললাম ভাই আপনাকে কে কি বললো আমি জানিনা তবে আমার জানামতে দেখামতে আপনি একজন ভালো মানুষ বিশেষ করে অনেকে আপনার সম্পর্কে নানান মন্তব্য করেন, আপনাকে হেয় করে কথা বলেন আপনার সামনে কখনো পিছনে কিন্তু আপনার মধ্যে এদের বিরুদ্ধে কোন পতিবাদ কিংবা সমালোচনা করতে দেখিনি কিন্তু কেন ভাই? তখন মানিক ভাই বল্লেন রানা ভাই আমিতো সমালোচনা নিয়ে স্ট্যাডি করিনা সুতরাং আমাকে দিয়ে সমালোচনা সম্ভব নয় এটা আমাকে দিয়ে হবেনা। কথা শুনে আমি বললাম ভাই আমি একটা ছবি তুলতে চাই প্লিজ…..তারপর এই বৃষ্টির মাঝে ফ্রেম বন্দি হলাম। অবশেষে আমি বললাম আপনি আর আপনার সন্তান চিত্র নায়ক শাকিব খান একই চরিত্রের তখন তিনি বললেন সেটা কেমন বলুনতো রানা ভাই? আমি বললাম শাকিব ভাইকে নিয়ে যতই সমালোচনা হোক..তিনি সমালোচনা কানে নেননা কেমন যেন আপনার মত সমালোচনা তাকে দিয়েও হয়না কারন সেও সমালোচনা নিয়ে স্ট্যাডি করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com