1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব - দৈনিক আমার সময়

কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এ আইন বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। সোমবার (২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিকাল সাড়ে ৩ টায় এ খেলাটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, খেলায় প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই প্রত্নতত্ত্ব বিভাগ গোলের দেখা পায়। পুরো ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগ আইন বিভাগের জালে দুইবার বল জড়ায়।

খেলাশেষে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহিদ হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম আবর্তনের সাকিব আল হাসান, টুর্নামেন্ট সেরা হয়েছেন রসায়ন বিভাগের ১২ তম আর্বতনের অমিত সরকার, সেরা গোলরক্ষক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম আর্বতনের মো: আবদুর রহিম মীরহাম, সেরা গোলদাতা হয়েছেন রসায়ন বিভাগের ১৫ তম আর্বতনের আরিফুল ইসলাম রনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘ গবেষণার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা ইতোমধ্যে খেলোয়াড়দের জন্য একটি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেছি। কেন্দ্রীয় মাঠে গ্যালারি তৈরি করার পরিকল্পনা আছে যাতে আমরা সহজেই আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলার আয়োজন করতে পারি। আজকের খেলায় দুটো দলই চমৎকার খেলেছে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় যেমন দক্ষতা, শক্তির প্রয়োজন তা আমাদের খেলোয়াড়দের আছে। আমাদের খেলোয়াড়দের আরো দক্ষ করে গড়ে তুলতে কোচ লাগলে আমরা কোচ আনবো। ক্রিকেট, ফুটবল, হকি সহ সকল খেলায় পারদর্শী খেলোয়াড়দের জন্য আমরা স্পোর্টস স্কলারশিপ প্রদান করবো।’

ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আইনুল হক বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর আমাদের ক্যাম্পাসে কোন খেলাধুলা ছিল না। আমাদের উপাচার্য স্যার বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। চ্যালেঞ্জ গুলোকে আমরা সফলতা হিসেবে দেখছি। দীর্ঘ ১৭ বছর পর আমাদের স্পোর্টস কমপ্লেক্স হয়েছে। আমরা স্বপ্ন দেখছি আমাদের মাঠের পাশে গ্যালারি হবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড.মো: আসাদুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, আইকিউএসির পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখ, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর হাসেনা বেগম, সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম, সহকারী প্রক্টর অমিত দত্ত, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ- পরিচালক মনিরুল আলম সহ সাধারণ শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com