1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কক্সবাজার তিন উপজেলা নির্বাচনে জয়ী ৩ নতুন মুখ, জেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের শোচনীয় পরাজয় - দৈনিক আমার সময়

কক্সবাজার তিন উপজেলা নির্বাচনে জয়ী ৩ নতুন মুখ, জেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের শোচনীয় পরাজয়

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
কক্সবাজারের তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নতুন ৩ মুখ  যথাক্রমে কক্সবাজার সদর উপজেলাতে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কুতুবদিয়া উপজেলায় ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম এবং মহেশখালীতে
মে. জয়নাল আবেদীন এবং উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে শোচনীয় পরাজিত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড: ফরিদুল ইসলাম চৌধুরী, অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
কক্সবাজার সদর উপজেলায়
নুরুল আবছার তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানকে ৮৭৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোটর সাইকেল প্রতীক নিয়ে নুরুল আবছার পেলেন ৩৬৫৩৬ এবং আনারস প্রতীকের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পেয়েছেন ২৭৮০০ ভোট। নুরুল আবছার বিজয়ী হন ৮৭৩৬ ভোটের ব্যবধানে ।
অপরদিকে, কুতুবদিয়া উপজেলায় ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বিপুল ভোটের ব্যবধানে মটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী তাঁর চাচা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।  কাশেম পেয়েছেন ২৭ হাজার ২৪৯ ভোট। মোটরসাইকেল প্রতীকে ফরিদুল ইসলাম চৌধুরী ভোট পান ৩ হাজার ৯৬৫।
মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে অংশগ্রহণ করে মো.জয়নাল আবেদীন পেয়েছেন ৩৮৬৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিব উল্লাহ টুপি প্রতীকের প্রার্থী ভোট পান ৩৫৭১৬।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে  শোচনীয় পরাজিত হয়েছেন। নির্বাচনে দুইজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী কুতুবদিয়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান পদে লড়ে পেয়েছেন ৩৯৬৫ ভোট। ফরিদুল ইসলাম চৌধুরীর আপন ভাতিজা ঘোড়া
প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ব্যরিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেমের কাছে ২৩২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। ব্যরিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম ২৭,২৪৯ ভোট পেয়ে জয় লাভ করেন।
অপরদিকে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে ৮৭৩৬ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। নুরুল আবছারের প্রাপ্ত ভোট ৩৬৫৩৬। আনারস প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পেয়েছেন ২৭৮০০ ভোট।
বুধবার (৮ মে) নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার জেলার ৩ টি উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ভোট গ্রহণ। বুধবার ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তিন চেয়ারম্যান প্রার্থীকে  বিজয়ী ঘোষণা করেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুষ্ঠু ও শন্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিত ছিলো বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com