1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কক্সবাজার এক্সপ্রেস নতুন ট্রেনের ৩ দিনের টিকেট, ১ ঘণ্টায় বিক্রি হলো - দৈনিক আমার সময়

কক্সবাজার এক্সপ্রেস নতুন ট্রেনের ৩ দিনের টিকেট, ১ ঘণ্টায় বিক্রি হলো

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
সমুদ্র নগরীর পর্যটন জেলা কক্সবাজারে
ট্রেনে করে ভ্রমণে আসা সে অপেক্ষার দিন শেষ হতে চলছে- কক্সবাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের অপেক্ষার দিন ছিল। এবং উৎসাহ উদ্দীপনার মধ্য সেই আনন্দের পহর এবার শেষ হয়ে গেল।
২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিক্রি শুরু হয়েছে নতুন এ ট্রেনের টিকিট। তবে বিক্রি শুরুর প্রথম দিনের ১ঘণ্টায় তিন দিনের টিকিট শেষ হয়ে গেল
কক্সবাজারের নতুন আইকনিক রেল স্টেশন থেকে সাধারণত যাত্রার নির্ধারিত দিনের ১০ দিন আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। তবে নতুন রুট ও আসন বিন্যাস নিয়ে জটিলতা থাকায় কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয় ঠিক সময়ের আট দিন আগে।
আসচ্ছে আগামী ১, ২ ও ৩ ডিসেম্বরের জন্য টিকিট বিক্রি যাত্রা শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ননস্টপ হওয়ায় সাধারণ আন্তঃনগর ট্রেনের চেয়ে ভাড়া বেশি ধরা হয়।
শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।
সে হিসাবে সাধারণ আন্তঃনগর ট্রেনের চেয়ে শোভন চেয়ারে ১৯৫ টাকা, স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে ৪৪০ টাকা এবং এসি বার্থে ৬৫৫ টাকা বেশি গুনতে হচ্ছে যাত্রীদের।
অন্যদিকে যে যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন তাদের শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।
কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।
আর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এ ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। এবং ঢাকায় পৌঁছাবে রাত
৯টা ১০ মিনিটে।
কক্সবাজারের নতুন আইকনিক রেলস্টেশন থেকে প্রথম দিনে টিকেট পেয়ে-কক্সবাজার পৌর সভায় সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, নতুন রেল স্টেশন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর কক্সবাজার থেকে নতুন ট্রেনের টিকেট কেটে আমি অনেক আনন্দিত ও বেশ খুশি হয়েছি। একসাথে আমরা তিন জন ৩ টি টিকেট নিয়েছি শুরু হওয়া প্রথম ট্রেইনের যাত্রী হিসেবেই আমরা গর্ভবোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com