1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কক্সবাজারে ৩য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব কাল - দৈনিক আমার সময়

কক্সবাজারে ৩য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব কাল

সদর প্রতিনিধি (কক্সবাজার) 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
শান্তির বিশ্ব হোক, কবিতার জয় হোক’-এই শ্লোগানকে সামনে রেখে ১, ২ ও ৩ মার্চ ৩ দিন ব্যাপী বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতের উপকন্ঠে ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক কবিতা উৎসব’।

এ উৎসব হবে ৫টি ভ্যানুতে।  এতে বিভিন্ন দেশের ও ভিন্ন ভিন্ন ভাষার দেড় শতাধিক কবি  অংশ নেবে।

কর্মসূচি : কাল ১ মার্চ বিকেল ৩টায় জেলা পরিষদ প্রাঙ্গণ এর বঙ্গবন্ধু চত্বর এ রিপোর্টিং ও রেজিষ্ট্রেশন।ফুলেল কবি বরণ, উৎসবের স্মারক প্রদানের মাধ্যমে কবি বরণ করবেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টায় । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উদ্বোধনী সংগীত, রঙিন বেলুন উত্তোলনের মধ্যদিয়ে বিশ্বশান্তি প্রার্থনায় অসীমের ঠিকানায় পত্র প্রেরণ। উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় স্বাগত ভাষণ ও ঘোষণা পত্র পাঠ করবেন বঙ্গবন্ধু জাতীয় কবিতা পরিষদ ও উৎসবের সভাপতি কবি কামরুল হাসান।

উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উৎসবের প্রধান কবি সম্মাননায় মনোনীত ভারতের কবি অরুণ কুমার চক্রবর্তী এবং জার্মান প্রবাসী একুশে পদকপ্রাপ্ত কবি নাজমুন নেসা পিয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নাসিম আহমেদ।

লিটল ম্যাগাজিন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ভারতের বরেণ্য কবি সাকিল আহমেদ- ‘কুসুমের ফেরা’ সাহিত্য পত্রিকা, বাংলাদেশ থেকে একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন কবি অনিকেত শামীম- ‘লোক’ সাহিত্য পত্রিকা,ঢাকা। কবি ও কবিতা গবেষণায় ভারতের প্রখ্যাত কবি রফিক উল ইসলাম, ‘আলোকিত ফজিলাতুন্নেছা’ সম্মানা ভূষিত  হচ্ছেন ভারতের আনন্দ বাজার পত্রিকার কলামিস্ট  বিশিষ্ট লেখকা কবি রোশেনারা খান।  উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  নুরুল ইসলাম ( উর্দু কবি) ভারত, Poet D.Hemant k.yadab (হিন্দি ভাষার কবি) UP INDIA, কবি গৌতম গুহ রায়- পশ্চিমবঙ্গ, কবি সুবীর সরকার, কবি সঞ্জয় ঘটক- সিকিম, কবি আইয়ুব রানা-ঢাকা,প্রমুখ।

কবি কন্ঠে কবিতা পাঠ এর ৩টি  অধিবেশন অনুষ্ঠিত হবে। নৈশভোজে অংশ গ্রহণ শেষে কবিতার নিসর্গ যাপন।

২ মার্চ সকাল ৮টায় কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয় একাডেমি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কবি বরণ, দেয়ালিকা ও পিঠা উৎসব উদ্বোধন। উদ্বোধন করবেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি জার্মান প্রবাসী একুশে পদকপ্রাপ্ত কবি নাজমুন নেসা পিয়ারী, সম্মানীয় আতিথি ভারতের প্রখ্যাত কবি অরুণ কুমার চক্রবর্তী।

সকাল ১১টায় উত্তরণ মডেল কলেজ যাত্রা, কবি বরণ, কবিতার বর্ণাঢ্য শোভাযাত্রা, কবিতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠান, বৃক্ষ রোপন, আলোচনা সভা, স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিকন্ঠে কবিতা পাঠ, কবিতার প্রীতি ভোজ। প্রধান অতিথি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। সম্মাননীয় অতিথি কবি অরুন কুমার চক্রবর্তী।

বিকেল ৩টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে কবি বরণ,কবিকন্ঠে কবিতা পাঠ স্মারক প্রদান,আলোচনা সভা রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  কমডোর মোহাম্মদ নুরুল আবছার, সম্মাননীয় অতিথি কবি অরুণ কুমার চক্রবর্তী ( ভারত) ও কবি নাজমুন নেসা পিয়ারী (জার্মান প্রবাসী), বিশেষ অতিথি কবি সাকিল আহমেদ , ভারত, কবি অনিকেত শামীম, বাংলাদেশ, সাংবাদিক মুজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক কক্সবাজার প্রেস ক্লাব মং ছেন লা, পরিচালক, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। সভাপতিত্ব করবেন কবি কামরুল হাসান। বরেণ্য কবিবৃন্দের নৈশভোজে অংশ গ্রহণ শেষে অনুষ্ঠিত হবে কবিতার সমুদ্র যাপন।

৩ মার্চ সকাল ৯টা: বিদেশী কবি বৃন্দের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে কবিতার পরিভ্রমণ, কোট বাজার বীর মুক্তিযোদ্ধা শমসের আলম চৌধুরী  চত্বর গমন, কবি বরণ, সেমিনার, মোড়ক ও পাঠন্মোচন, কবিকন্ঠে কবিতা পাঠ। দুপুর ২টা মধ্যান্ন ভোজে অংশগ্রহণ শেষে ফিরতি যাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com