1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
উপজেলা পরিষদ নির্বাচন:ভোটার উপস্থিতি কম রাখার পরিকল্পনা বিএনপির - দৈনিক আমার সময়

উপজেলা পরিষদ নির্বাচন:ভোটার উপস্থিতি কম রাখার পরিকল্পনা বিএনপির

আমার সময় অনলাইন
    প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪

বিএনপি যেহেতু উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করছে, সেহেতু দলটির এখন মূল লক্ষ্য ভোটারদেরকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত প্রমাণ করতে ভোট থেকে দূরে রাখা। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন থেকে দূরে থাকতে এবং নির্বাচনকে ‘একতরফা’ করতে প্রচারণা চালানোর জন্য দলের নেতাকর্মীদের জোরালো আহ্বানসহ  ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি। দলটির এই প্রচেষ্টার পরেও নিজের অনেক নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারছে না। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ যেভাবে সাধারণ নির্বাচন বয়কট করেছে, উপজেলা পরিষদ নির্বাচনেও তারা ভোট দিতে যাবে না। এ সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, তাদের দলের লোকজনও নির্বাচনে অংশ নেবে না। আমাদের দলের খুব কম লোকই নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না। বাস্তবতা হলো তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। দলীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি যতটা সম্ভব কম রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি। তাদের পরিকল্পনার অংশ হিসেবে, আওয়ামী লীগের অধীনে স্থানীয় সরকার নির্বাচন বয়কটের বিষয়ে দলের হাইকমান্ডের নির্দেশনা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে একাধিক যৌথ সভা করে আসছে বিএনপির জেলা ও উপজেলা শাখা। এ লক্ষ্যে দলটি জনগণের মধ্যে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করতে জনগণকে উৎসাহিত করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কম ভোটার নিশ্চিত করতে আমাদের তৃণমূল ইউনিট একই সাথে যৌথ সভা করছে, বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন। বিএনপি’র পাবনা জেলা শাখার আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দলের মাত্র ২-৩ জন নেতা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন না। হাবিব আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের দলের বিভিন্ন ইউনিট, ফ্রন্ট ও সহযোগী সংগঠনের যৌথ সভা করেছি এবং এই সরকারের অধীনে নির্বাচন থেকে দূরে থাকতে এবং জনগণকে সচেতন করতে প্রয়োজনীয় কিছু নির্দেশনা দিয়েছি। জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন উল্লেখ করে তিনি দাবি করেন, শুধু তাদের দলের লোকই নয়, আওয়ামী লীগ নেতাসহ সর্বোচ্চ সংখ্যক মানুষও ভোট দিতে যাবেন না। গত ১৫ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর দলের হাইকমান্ড বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের দায়িত্ব দিয়ে দলের সম্ভাব্য প্রার্থীদেরকে নির্বাচন থেকে দূরে থাকার জন্য বোঝানোর নির্দেশ দিলেও তাদের প্রচেষ্টা পুরোপুরি ফলপ্রসূ হতে পারেনি দলের অনেক নেতাকর্মী। দলীয় সিদ্ধান্তকে অমান্য করে এখনও প্রতিযোগিতায়। অভ্যন্তরীণ সূত্র জানায়, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ১৬ জন নেতা প্রথম ধাপের নির্বাচনে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একজন প্রার্থী ছিলেন। দলটি ৭২ নেতাকে বহিষ্কার করেছে যারা শেষ পর্যন্ত প্রথম ধাপের ভোটের দৌড়ে রয়ে গেছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে বিএনপির ৬১ নেতার মধ্যে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপে প্রত্যাহার করা ১২ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে আটজন ও ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ছিলেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া ৬১ নেতাকে বিএনপি ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করা ছাড়া বিকল্প নেই। তবে নির্বাচনে অংশগ্রহণের কারণে নেতাদের বহিষ্কারের কারণে সাংগঠনিক ভিত্তি দুর্বল হতে পারে বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com