দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি:
২৫ মার্চ গণহত্যার কালো রাত স্মরণ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দু’দিনের কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
গৃহীত কর্মসূচি হলো, ২৫ মার্চ রাত ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে পাকিস্তানি বর্বর বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণ এবং জাতীয়ভাবে ঘোষিত “ব্ল্যাক আউট” কর্মসূচিতে অংশ গ্রহণ।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ১১টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। সাড়ে ১১টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত শেষে বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকেল ৩টায় পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আলোচনা সভা।
দু’দিনের এসব আয়োজনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
Leave a Reply