শুভ বসাক, ময়মনসিংহ :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু।পরবর্তীতে তিনি জয়-বাংলা চত্বরে জাতির পিতা, সকল বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইউসুফ আলী, প্যানেল মেয়র সামীমা আক্তার, কাউন্সিলরবৃন্দ, সচিব, বিভাগ ও শাখা প্রধানগণ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ প্রমুখ।
Leave a Reply