সৌদি আরবের আকাশে ১৪৪৫ হিজরি ২০২৪ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হবে। সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপেরও কিছু দেশে পবিত্র রমজান মাসের রোজা পালন করবে। তবে মালেশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিংগাপুর, ফিলিপাইনে রবিবার চাঁদ দেখা যায়নি। তাই তারা মঙ্গলবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু করবেন। তবে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই রমজান শুরু হবে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (এসপিএ) জানিয়েছেন, ১০ তারিখ রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বিকাল ৪ টায় মাজমাহ ইউনিভার্সিটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে পৌঁছেছেন। শুরুর দিকে রমজান মাসের চাঁদ দেখার জন্য পরিবেশ ৮৫% অনুকুলে ছিল এবং আকাশ পরিস্কারও ছিল। পরবর্তীতে হালকা মেঘলা আকাশের জন্য চাঁদ দেখতে বিঘ্নিত হচ্ছিল। চাঁদ দেখা কমিটিতে জ্যোতির্বিজ্ঞানী আব্দুল্লাহ আল খুদাইরির সাথে নেতৃত্ব দেবেন জ্যোতির্বিজ্ঞানী মুতাইব আল-বারগাশ।
Leave a Reply