1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সেনাবাহিনীর অভিযানে হাটবাজারে অপকর্ম কমছে - দৈনিক আমার সময়

সেনাবাহিনীর অভিযানে হাটবাজারে অপকর্ম কমছে

মোজাহিদুল-রাজারহাট,কুড়িগ্রামঃ
    প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুড়িগ্রাম  জেলার নয়টি উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের হয়রানি ও অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি সহ নানা অপকর্মের আশঙ্কা থাকায় এ বিষয়ে জোরদার পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী । আজ বৃহস্পতিবার ২৯ মে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ডাবরী হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার কুড়িগ্রাম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় গরু-ছাগলের হাট, কাঁচা বাজারসহ বাজারে বিভিন্ন বিষয় নিয়ে অভিযান চালানো হয়। এ অভিযানে হাটের ক্রেতা ও বিক্রেতারা বাংলাদেশ সেনাবাহিনীর এসব কর্মকান্ডকে সাধুবাদ জানান। তারা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর এসব অভিযান অব্যাহত থাকলে অতিরিক্ত চাঁদা আদায়,ক্রেতা-বিক্রেতা হয়রানি সহ নানা অপকর্ম বাংলাদেশ থেকে চিরতরে মুক্ত হবে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com